শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে কঠোর আইনের প্রতিবাদে প্রবাসীদের সমাবেশ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: ইতালির বর্তমান সরকারের করা প্রবাসী বিরোধী কড়া আইন বাতিল এর দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ভেনিসে। গত রোববার ইতালির "সাইড বাই সাইড" এর আয়োজনে ও ভিক্টরিয়ার নেতৃত্বে ইতালির ও বিদেশি ছোট বড় বেশকিছু সংগঠনের কয়েক হাজার প্রবাসী এতে অংশ নেয়।

সমাবেশে ভেনিসে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী প্রতিনিধিরা বক্তব্যে বলেন, ইতালির স্বরাট্রমন্ত্রী মাত্তেও সালভিনি ইতালিতে বসবাসরত অভিবাসীদের তাড়ানোর জন্য নতুন নতুন আইন পাশ পরে প্রবাসীদের হয়রানি করছে । আগে স্টেপারমিট নবায়ন করতে রেসিডেন্ট কার্ড লাগতো না, এখন রেসিডেন্ট কার্ড, বাসস্থানের বৈধতা ও কাজের কন্টাক্ট বাধ্যতামূলক করায়, বিভিন্ন দেশ হতে আগত শরনার্থীদের মানবাধিকার সৌজর্ন দেয়া হচ্ছে না।

সমুদ্র পথে আসা বিদেশিদের সমান অধিকার না দেয়া, ইতালিতে নাগরিকত্ব দেয়ার আইন সংশোধন করে ৪ বছর করাসহ বিভিন্ন কালো আইন বাতিলের দাবি জানানো হয়েছে। পিয়াচ্ছা আলে রোমা সংলগ্ন ভেনিস ট্রেন ষ্টেশনের বাইরে কয়েক হাজার প্রবাসী প্রেকার্ড, ব্যানার , ফেস্টুন হাতে স্বরাষ্টমন্ত্রী সালভিনি র বিরুদ্ধে স্লোগান দেয় । সে সময় ইতালীয়ান ছেলে মেয়েরা সং সেজে নিত্যের তালে বাদ্য যন্ত্র বাজিয়ে কালো আইন বাতিল করে সকলের সমান অধিকারের দাবি জানায়। বিশাল এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশিদের পক্ষে ভেনিস বাংলা স্কুল অংশগ্রহণ করে ।সমাবেশ শেষে প্রতিবাদ মিছিলটি ভেনিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পিয়াচ্ছা সানপওলোতে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়