শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৪র্থ পুনর্মিলনী

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার মুহুরী প্রজেক্টে সমাজকর্মীদের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯১টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়। গত শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব মো: জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা সহকারি কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক সহকারি পরিচালক মো. জসীম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) সোহানুর মোস্তফা শাহরিয়ার।
এতে আরো উপস্থিত ছিলেন কেরাণীবাড়ী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম লিটন, ৪নং ধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ভূইয়া, ৮নং ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯নং ইউপি চেয়ারম্যান এমরান হোসেন, ১০নং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, ৭নং ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, ৮নং ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, ১৩নং ইউপি সাবেক চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহাজনহাট কলেজের অধ্যক্ষ সোহবার হোসেন, সমাজসেবক মীর্জা জসীম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য মিরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরুহয়। বর্তমানে এর আওতাধীন ১৩২টি স্বেচ্ছাসেবী সংগঠন মিরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রাখছে। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়