শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৭ কোচিং সেন্টার সিলগালা, ১৮ জনকে জরিমানা-কারাদণ্ড

বাংলা ট্রিবিউন : রাজধানীর ফার্মগেট ও ধানমন্ডি এলাকায় অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব কোচিং সেন্টারের ১০ শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা এবং আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সিলগালা হওয়া কোচিং সেন্টারগুলো হচ্ছে ঝিগাতলার নবদিগন্ত একাডেমিক কেয়ার, জয়যাত্রা, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভিটি, ব্লেইজ, সিটি কলেজ সংলগ্ন উদয় কোচিং সেন্টার এবং ফার্মগেটের সবিডিক কোচিং সেন্টার ও মেবস কোচিং সেন্টার।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, এসব কোচিং সেন্টারের মধ্যে নবদিগন্ত একাডেমিক কেয়ার প্রতিষ্ঠানের মো. সজীব খান, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভিটি কোচিং সেন্টারের রেজাউল হাসান ইমন, ব্লেইজ কোচিং সেন্টারের সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও মাসরুর ওয়াহেদ, জয়যাত্রা কোচিং সেন্টারের কে এম নুরুল হাসান, মুফিদুল আলম, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ও জসিম— এদের প্রত্যেককে এক হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠান সবিডিক কোচিং সেন্টার, মেবস কোচিং সেন্টার এবং উদয় কোচিং সেন্টারের ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে মো. মাঈন উদ্দিন চৌধুরী, সাব্বির হোসেন, পার্থ রায়, মো. শরিফ, কামরুল হাসান, নুর আলম ও রাজ সরকারকে এক মাসের এবং হৃতিক দেবনাথকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মো. সারোয়ার আলম জানান, পরীক্ষা চলার সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করায় এসব কোচিং সেন্টার সিলগালাসহ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়