শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে চাহিদা অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না ; সিপিডি

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশে চাহিদা অনুয়ায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় প্রতিবছর আট লাখ নতুন বেকার তৈরি হচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

রোববার সকালে ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক এত সংলাপে সিপিডি এ তথ্য তুলে ধরে। সংস্থাটির ভাষ্য, গেল দশ বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান বিহীন প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর চাকরির ক্ষেত্রে বৈষম্যের চিত্রও উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্যের বরাতে এক নিবন্ধে সিপিডি বলছে, প্রতি বছর দুই লাখ দশ হাজার নতুন মানুষ শ্রমবাজারে ঢুকছেন। কিন্তু বিপরীতে চাকরি তৈরি হচ্ছে মাত্র এক লাখ ৩০ হাজার।এছাড়া প্রতিবছর আট লাখ মানুষ বেকার হচ্ছে। প্রবৃদ্ধির সুবিধা সমান ভাবে বিতরণ না হওয়ায় বৈষম্য চরম আকার ধারণ করেছে।

সিপিডি সংলাপে বক্তারা বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে সরকারের আরো বেশি নজর দেওয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। হাসপাতালগুলোতে অবকাঠামো উন্নয়ন হলেও তা ব্যবহারে স্বচ্ছতা নেই।

বক্তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ না হলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধ করতে কঠোর হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়