শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জানালেন, তিস্তা ব্যারেজ সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে

আসাদুজ্জামান সম্রাট : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সংসদকে জানিয়েছেন, চলতি অর্থ বছরে তিস্তা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে তিস্তা ব্যারেজের আওতাধীন এলাকায় সেচ সুবিধা বাড়বে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ প্রশ্নের জবাবে বলেন, তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিচালনা ব্যয় খাতের আওতায় পণ্য ও সেবার ব্যবহার খাতভুক্ত বাঁধ (মেরামত ও সংরক্ষণ) এ প্রাপ্ত বাজেট বরাদ্দ অনুসারে দরপত্র আহাবন করা হয়েছে। সে অনুযায়ী সংস্কার কাজ চলমান রয়েছে। তবে তিস্তা ব্যারেজে সেচ প্রকল্প আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন ও পুনরাকৃতিকরণে জন্য ‘তিস্তা কমাণ্ড এলাকা উন্নয়ন’ শীর্ষক একটি ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে। কারিগরি কমিটির মাধ্যমে প্রকল্পের সমীক্ষা কাজ চলমান রয়েছে। কারিগরি কমিটির সিদ্ধান্তের আলোকে ডিপিপি প্রণয়ন করা সম্ভব হবে। অনুমোদিত হলে কাজ বাস্তবায়ন সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরো জানান, চলতি অর্থ বছরে তিস্তা ব্যারেজ প্রকল্পের সেচ খালের রুটি মেরামতের জন্য অনুন্নয়ন খাত হতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট জেলায় মোট তিন কোটি ৫২ লাখ টাকা, ব্যারেজের রেডিয়াল গেইট, হোসেস্ট যান্ত্রিক সরঞ্জাম ইত্যাদি মেরামতের জন্য মেকানিক্যাল বিভা০েগর আওতায় এক কোটি ৮১ লাখ টাকাসহ মোট পাঁচ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রকল্পটির রুটিন মেরামত কার্যক্রম গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে, বর্তমানে প্রকল্পটির সেচ কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়