শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসির উদ্দিনের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

ইউসুফ বাচ্চু: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নাসির উদ্দিনের (৫৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (১০ ফেব্রুয়ারি ২০১৯) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রয়াত নাসির উদ্দিন ছিলেন পেশাদার সাংবাদিকতার এক উজ্জ্বল নাম। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

বিবৃতিতে নেতারা নাসির উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত শনিবার রাতে (৯ ফেব্রুয়ারি ২০১৯) নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন।

রাজধানীর মিরপুরের বাসভবনে শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে হার্ট ফাউন্ডেশনে নেয়ার পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঐদিন রাতেই তার মরদেহ সাতক্ষীরা জেলার তালা উপজেলাস্থ তেঁতুলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। আজ রোববার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। জীবদ্দশায় নাসির উদ্দিন দি নিউনেশন, কালের কণ্ঠ, বাংলাদেশের খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়