শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সারের সাথে লড়ে যাচ্ছেন রোনালদোর মা

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে ধরা পড়া ক্যানসার এখন আরও ভয়াবহ আকার ধারণ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর মা দোলোরেস আভেইরোক। বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে লড়তে হচ্ছে তার মাকে এমনটাই জানিয়েছেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো তার মাকে যে কতটা ভালোবাসেন, সেটি আর নতুন করে বলার কিছু নেই। ‘মা না প্রেমিকা’ এই দ্বন্দ্বে পড়ে কয়েক বছর আগে প্রেমিকা ইরিনা শায়েককেই জীবন থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি। সেই প্রিয়তমা মায়ের জীবনে ক্যান্সার আবারও ফিরে এসেছে, জানিয়েছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো নিজেই।

২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হন দোলোরেস। সেবার রেডিওথেরাপি ও বিভিন্ন ওষুধ-পথ্যের সাহায্যে ক্যানসারকে দূরে ঠেলতে পেরেছিলেন তিনি। যে হাসপাতালে তার মায়ের চিকিৎসা হয়েছিল, রোনালদো এক লাখ পাউন্ড খরচ করে সেখানে একটি ক্যান্সার সেন্টার বানিয়ে দিয়েছিলেন। রোনালদোর শহর মাদেইরাতে একটা ক্যানসার সেন্টার বানানোর জন্য দান করেছিলেন তিনি। এক বন্ধুর বরাত দিয়ে তখন সংবাদমাধ্যমগুলো লিখেছিল, ‘ মা কে সুস্থ করার পেছনে যাদের হাত রয়েছে, রোনালদো তাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবে।

দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যান্সার ফিরে এসেছে দোলোরেসের শরীরে। পর্তুগিজ এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দোলোরেস জানিয়েছেন, ‘২০০৭ সালে টিউমার সরানো হয়েছিল, এবার মাদ্রিদে আরেকটি টিউমারের ওপর চিকিৎসা চলছে। আমি রেডিওথেরাপি নিচ্ছি, জীবনের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে আমার। এর বাইরে অবশ্য তার ক্যানসার নিয়ে বিস্তারিত কিছু বলেননি রোনালদোর মা।
২০০৫ সালে মদ্যপায়ী বাবাকে অকালে হারান রোনালদো । তিনি জানেন প্রিয়জন হারানোর বেদনা কেমন। মায়ের এই বক্তব্য সম্পর্কে রোনালদোর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি এখনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়