শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পাইপলাইনে এলএনজি আমদানির পরিকল্পনা

শাহীন চৌধুরী: দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদার কথা বিবেচনা করে অবশেষে ভারত থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করছে সরকার। তবে এই এলএনজি জাহাজে নয় পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে। এক্ষেত্রে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ক্রসবর্ডার পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়টি আলোচনার আগামী সপ্তায় প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে। প্রাথমিকভাবে ২০২১ সালে ২০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করবে সরকার। খবর জ্বালানি বিভাগ সূত্রের।

সূত্র জানায়, ইন্ডিয়ান অয়েল কোম্পানী লিমিটেড (আইওসিএল) এলএনজি রপ্তানীর জন্য বাংলাদেশকে প্রথম প্রস্তাব দেয়। ওই প্রস্তাব পাওয়ার পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সঙ্গে এরই মধ্যে পাইপলাইন নির্মাণে অর্থায়নের জন্য আলোচনা করা হয়েছে। এখন ভারতের অয়েল কোম্পানীর সঙ্গে আলোচনা করতে উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ভারত যাচ্ছে। এ সময় প্রতিনিধি দলটি এলএনজি আমদানির ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলী ও দাম নিয়ে আলোচনা করবেন।

সূত্রমতে, ২০১৬ সালের ১১ জানুয়ারি আইওসিএল এলএনজি রফতানির জন্য ক্রস বর্ডার পাইপলাইন নির্মাণের জন্য প্রস্তাব দেয়। পরে ২০১৬ সালের ১৩ জুন উভয় দেশের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনা করে। ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এ বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। একই বছরের ডিসেম্বরে জ্বালানী বিভাগকে আইওসিএল এলএনজি রপ্তানীর টার্মশিট পাঠায়। এই টার্মশিট পাওয়ার পর পর্যালোচনার জন্য জ্বালানী বিভাগ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। পরে পেট্রোবাংলার মাধ্যমে ক্রয় চুক্তির খসড়া আইওসিএলকে পাঠানো হলে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেয়া হয়নি।

জানা যায়, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো খসড়া প্রস্তাবে গ্যাস ক্রয় চুক্তির বিষয়ে কোনো কিছু জানানো না হলেও ২০১৮ সালের ৩ আগস্ট গ্যাস ক্রয় চুক্তি পৃথক একটি খসড়া পাঠায় আইওসিএল। মূলত বাংলাদেশ প্রতিনিধি দল সফরের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে।

উল্লেখ্য, সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করতে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করার বিষয়টি প্রায় চূড়ান্ত। বিশ্বের অন্যতম এলএনজি উৎপাদনকারী কোম্পানি এস্ট্রা ট্রান্সকোর এনার্জি (এওটি) থেকে এই এলএনজি আমদানি করা হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ক্রস বর্ডার গ্যাস পাইপলাইনের মাধ্যমে এলএনজি আনার পরিকল্পনা করা হচ্ছে। সাতক্ষীরা দিয়ে এই গ্যাস পাইপলাইন বাংলাদেশে প্রবেশ করবে। তিনি বলেন, এই পাইপলাইন নির্মাণে দুই দেশকেই খরচ বহন করতে হবে।

প্রসঙ্গত, দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল পরিবহন সমস্যার কারণে ইতোমধ্যেই ভারত থেকে পাইপলাইলে তেল আমদানির জন্য একটি চুক্তি হয়েছে। বর্তমানে ওই পাইপলাইন নির্মাণের কাজ চলছে। ভারত থেকে সরাসরি বিদ্যুতও আমদানি করা হচ্ছে। আর এলএনজি আমদানি করা হলে বিদ্যুৎ জ্বালানি খাতে ভারতের সহযোগিতা পরিপূর্ণতা লাভ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়