শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লালমনিরহাট প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী স্থল বন্দর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রোববার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। চেয়ারম্যান পদে দলীয় মনোনয় চান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাইপো ফারুক ইমরুল কায়েস। যিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি’র প্রার্থীর কাছে সামান্য ভোটে হেরেছেন।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ত্যাগী দুই নেতাকে বঞ্চিত করে নতুন প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমকে মনোনয়ন দেয়ায় দলীয় কোন্দল প্রকাশ্য লাভ করে। এ নিয়ে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফেরা চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারিরা মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে মহিপুর শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। মোটর সাইকেল শোভা যাত্রাটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে পৌছলে বিক্ষুপ্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা রফিকুল অনুসারীদের পথ রোধ করলে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি ছুড়েন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। ভাংচুর করা হয় ১০/১২টি মোটর সাইকেল। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের টান টান উত্তেজনায় আবারো সংঘর্ষের আশংকায় আতঙ্ক বিরাজ করছে ।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, আতঙ্কের কিছু নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়