শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযোগ সড়ক ছাড়া সেতু, মানুষের দুর্ভোগ চরমে

জিয়ারুল হক : সেতু তৈরি করা হলেও মানুষের পারাপারে ভরসা সেই নৌকা। ঝুঁকি নিয়ে প্রতিদিন কৃষ্ণনগরের পাগলা নদী পাড়ি দিতে হচ্ছে হাজারো মানুষকে। সেতুর সংযোগ সড়ক না থাকাতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। সংযোগ সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যমুনা টিভি

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য নবীনগরের বড়াইল, বিরগাওসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো সেতু নির্মাণের। ১৪ কোটি টাকা ব্যয়ে ১৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। দশ মাস আগে কাজ শেষ হলেও কাজে আসছে না সেতুটি। এলাকাবাসির দাবি সংযোগ সড়ক না হওয়ার কারণে আমাদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। এতে যেমন সময়ের অপচয় হচ্ছে তেমনি মালামাল পারাপারে খরচ বেশি হচ্ছে।

সরাসরি সড়ক যোগাযোগের জন্য কৃষ্ণনগর থেকে ব্রাক্ষ্মণবাড়িয়ার গোকর্ণঘাট পর্যন্ত নির্মিত হয়েছে পাকা রাস্তা। এখন শুধু অপেক্ষা সংযোগ সড়ক নির্মাণের। ব্রাক্ষ্মণবাড়িয়ার  এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি বলেন, সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু সংযোগ সড়কের জন্য প্যারালাল জমি না পাওয়ার কারণে আমরা ওই জমি অধিগ্রহণ করতে পারি নাই। যার কারণে সংযোগ সড়ক নির্মাণ করতে দেরি হচ্ছে। তবে এখন জমি পেয়েছি। আগামী এপ্রিলের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়