শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের মাদ্রিদ ডার্বি জয়

সমকাল :  লা লিগায় আগের চার দেখায় জেতেনি কোন দল। না রিয়াল তাদের ঘরের মাঠে জিততে পেরেছে। না অ্যাথলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে রিয়ালকে হারাতে পেরেছে। তবে এবার রিয়াল মাদ্রিদ পারল। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদের নতুন ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে।

দলের দারুণ এই জয়ের ম্যাচে গ্যারেথ বেল করেছেন রিয়ালের হয়ে শততম গোল। রিয়াল অধিনায়ক রামোস পেয়েছেন গোল। চলতি মৌসুমে পেনাল্টি থেকে গোলের খাতা বেশ ভারী করছেন এই স্পেন তারকা। তাকে গোল পেতে সহায়তা করেছেন ব্রাজিল তরুণ ভিনিসিয়াস। তিনি এ ম্যাচেও রিয়ালের সেরা তারকা ছিলেন। তার গতির কাছে হার মেনে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে গোল করেন রামোস। যদিও ফাউলিটি পেনাল্টি নাকি ফ্রি কিক তা নিয়ে আছে প্রশ্ন।

তবে দলের হয়ে সেরা গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো। তিনি ম্যাচের ১৬ মিনিটের মাথায় দুর্দান্ত বাইসাইকেল ভলিতে গোল করেন। বুঝিয়ে দেন দিনটা রিয়ালের। আগে যে কাজটি জিদানরা পারেননি এবার সেটা সোলারির অধীনে করতে এসেছেন তারা। তবে তার গোলের লিড বেশিক্ষণ রাখতে দেননি গ্রিজম্যান। ম্যাচের ২০ মিনিটে চোখে লেগে থাকার মতো এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

এরপর প্রথমার্ধের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রামোস। আর ৭২ মিনিটে বদলি নেমে গোল পান বেল। তবে ম্যাচের ৫৪ মিনিটে গোল করে উদযাপন শুরু করেন সাবেক রিয়াল এবং চেলসি তারকা মোরাতা। কিন্তু অফসাইটে বাতিল হয় তার গোলটি। যদিও সেটা নিয়েও আছে সন্দেহ। এছাড়া ম্যাচের ৬৪ মিনিটে দারুণ এক সেভ করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

মোরাতা এবং কোর্তোয়া এ ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামেন। কিন্তু শেষ হাসি হাসলেন কর্তোয়া। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওনে এবং রিয়াল কোচ সোলারি মুখোমুখি হন এ ম্যাচে। তারাও এর আগে খেলোয়াড় হিসেবে মুখোমুখি হন। এবার কোচ হিসেবে জয়ের হাসি হাসলেন সোলারি। এই জয়ে সোলারি বুঝিয়ে দিলেন বার্সার বিপক্ষে কোপা দেল রে’র পরের লেগ এবং চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর জন্য প্রস্তুত তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়