শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কাইপে তারেকের বৈঠক, নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন  : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সবগুলো জেলার প্রতিনিধিদের হাইকোর্টে মামলা করতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হয়।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুই পর্বে প্রায় ৪০টি জেলার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া অন্তত চারজন বিএনপি নেতা জানান, স্কাইপে দুই গ্রুপে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রথম পর্ব ঘণ্টা দুয়েক স্থায়ী হলেও পরের পর্বে দেড় ঘণ্টা কথা বলেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা সভাপতি শরিফুল আলম  বলেন, ‘নির্বাচনের পর ফলোআপ করতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রায় সব জেলার নেতাদের ডেকে কথা বলবেন। বৈঠকে নির্বাচন নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রত্যেক আসন ধরে ফল পর্যালোচনা করার নির্দেশ দেন। পরে স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্যের বাধার কারণে তা থেকে সরে আসে বিএনপি। নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনি ট্রাইব্যুনালে মামলার করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিলেও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা করতে অনুৎসাহিত করেন। এরপর গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) লন্ডন থেকে তারেক রহমান নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করতে ফের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুই পর্বে প্রায় ৪০ জেলার নেতাদের সঙ্গে স্কাইপে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব  বলেন, ‘নির্বাচনি ট্রাইব্যুনালে মামলার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ তারিখের মধ্যে আমরা মামলা করবো।’

বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি জানান, নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি এরই মধ্যে বিএনপির প্রার্থীরা শুরু করেছেন। ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টমর্টেম’ শীর্ষক কাজটি ভোটাধিকার আন্দোলনের শিরোনামে এখন সারাদেশেই হবে। এ নিয়ে  গত ৫ ফেব্রুয়ারি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।
শনিবার বৈঠক প্রসঙ্গে বিএনপির তিন জেলা সভাপতি  জানান, ৬৪টি জেলা থেকে একটি করে মামলা করা হবে নির্বাচনি ট্রাইব্যুনালে। প্রত্যেকটি আসন থেকে প্রত্যেক প্রার্থীকেই একসঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
সিলেট বিভাগের দুইজন নেতা  জানান, তারেক রহমান নিজেই সংশ্লিষ্ট ৬৪ জনকে চূড়ান্ত করেছেন। শনিবারের বৈঠকে অংশগ্রহণকারী প্রত্যেকেই তারেক রহমানের মাধ্যমে সিলেক্টেড হয়েছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আমন্ত্রণ জানান নির্বাচিত নেতাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়