শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দিলো পাকিস্তান

আক্তারুজ্জামান : ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে ১২০ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ প্রদান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসির নির্দেশক্রমে এই ক্ষতিপূরণ প্রদান করেছে পিসিবি। খবর : টাইমস অব ইসলামাবাদ।

ভারত ও পাকিস্তান দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদ চলছিল অনেকদিন ধরেই। দুদেশের ক্রিকেট সম্পর্ক নমনীয় করতে হয়েছিল একটি চুক্তিও। যে চুক্তির মূল কথা ছিল দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন। কিন্তু চুক্তি অনুযায়ী ভারতীয় বোর্ড সিরিজ আয়োজনে অনীহা প্রকাশ করেছে বলে অভিযোগ তুলেছিল পিসিবি। শুধু তাই নয়, ভারতীয় বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবী করে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল। আইসিসি সেই অভিযোগ ভিত্তিহীন বলে রায় দিয়েছিল। ক্ষতিপূরন চেয়ে উল্টো বিপদেই পড়তে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

এরপর আইসিসি শাস্তি দিয়েছিল পিসিবিকে। পিসিবি দায়েরকৃত অভিযোগে বিসিসিআই যত অর্থ ব্যয় করেছে তার ৬০ ভাগ ফেরত দিতে হবে। আইসিসির সেই নির্দেশ মেনে নিতে হয়েছে পিসিবিকে। ফলে ভারতীয় বোর্ডের দেখানে ২০০ মিলিয়নের ৬০ ভাগ ১২০ মিলিয়ন রুপি (প্রায় ২০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিয়েছে পিসিবি। এমনটাই জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়