শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর শহরতলীর শেখহাটিতে যুবক খুন

জাহিদুল কবীর মিল্টন, যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর শেখহাটি আদর্শপাড়ার ভাটাপাড়ায় দুদল যুবকের মধ্যে ছুরিকাঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত মামুন (৩২) গোপালগঞ্জ বর্নিগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড বাবলাতলার রবিউল ইসলাম মনির বাড়ির ভাড়াটিয়া। পেশায় শহরের জেস টাওয়ারের মোবাইল মেকানিক। আহত আরিফ হোসেন (২৫) ও শেফালিকে (৫০) আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগকর্মী আরিফ শহরের পুরাতন কসবা আমতলার বজলু খলিফার ছেলে, এমএম কলেজের ছাত্র ও আহত শেফালি শহরতলরি শেখহাটি জামরুলতলার হরুনের স্ত্রী।

শনিবার বিকেলে শহরতলীর শেখহাটি আদর্শপাড়ার ভাটাপাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, শনিবার বিকেলে (আছরবাদ) বাপ্পা নামে এক ছেলে জনৈক মেয়েকে নিয়ে শেখহাটি আদর্শপাড়ার ভাটাপাড়ায় ঘোরাফেরা করছিল। শেখহাটি জামরুলতলার হারুনের ছেলে হৃদয় ও তার সহযোগী একই এলাকার ফয়সাল বাপ্পাকে মেয়েসহ আটকিয়ে রাখে। বাপ্পা নিহত মামুন ও আহত আরিফকে মোবাইল করে তাদেরকে উদ্ধারের জন্য। বাপ্পার ফোন পেয়ে নিহত মামুন, আহত আরিফ, উপশহরের সাগরসহ কয়েকজন বাপ্পাকে উদ্ধার করতে ঘটনা স্থল শেখহাটিতে গেলে হৃদয়, ফয়সালদের সাথে তাদের সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষ একে অপরকে ছুরিকাঘাত করে। এতে মামুন, আরিফ ও ঠেকাতে যেয়ে হৃদয়ের মা ছুরিকাহত হয়। ছুরিকাহত ঘটনার পর প্রায় বেশ কিছু সময় ধরে ভাটাপাড়ায় আহত মামুন ও আরিফ পড়ে ছিল। এতে তাদের শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরন হয়। এরপর সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা মামুনকে মৃত ঘোষনা করেন।

ডা. কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই মামুন মারা যায়। আহত আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশংকাজনক।

নিহত মামুনের ছোট ভাই আতিক জানান, মাগরিবের নামাজের একটু আগে মামুন ঘোপ নওয়াপাড়া রোড বাবলাতলার বাড়ি থেকে বের হয়। এরপর তারা খবর পায় মামুন ছুরিকাঘাতে নিহত হয়েছে। হাসপাতালে যেয়ে তারা মামুনের লাশ মর্গে দেখতে পায়। নিহত মামুনের তিন বছরের একটি মেয়ে আছে। শহরের জেসটাওয়ারে তার মোবাইল মেরামতের দোকান ছিল। এঘটনায় কোতয়ালি থানা পুলিশ হাসপাতাল চত্বর থেকে শহরের পোস্ট অফিস পাড়ার শফিকুল ইসলামের ছেলে বাবলাকে আট করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়