শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেটের বেঁধে দেয়া সময়ের মাঝে খাসোজগি হত্যাকা-ে অবস্থান পরিষ্কার করতে পারেন নি ট্রাম্প

লিহান লিমা: সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকা-ে অবস্থান স্পষ্ট করতে সিনেটের নির্ধারিত সময়সীমা অতিক্রম করেছে হোয়াইট হাউস। খাসোগজি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতায় হোয়াইট হাউস বিশ্বাস করে কি না তা জানাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো মার্কিন সিনেট। আল জাজিরা, এএফপি

উচ্চপদস্থ এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ১০ অক্টোবর ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটররা ‘গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্ট’ আইনের অধীনে এই হত্যাকা-ের তদন্তের আহ্বান জানিয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেন। মানবাধিকার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে ১২০দিন সময় দেয়া হয়েছিলো। কিন্তু শুক্রবারের পরও এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কোন প্রতিত্তুর আসে নি।

২০১৮ সালের ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদি সরকারের সমালোচক খাসোগজিকে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয়। তার দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায় নি। প্রথমে সৌদি আরব এই হত্যাকা-ের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেও পরে তারা স্বীকার করে, দূতাবাসের কিছু কর্মকর্তা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ এই হত্যার আদেশ দিয়েছিলেন। এই হত্যাকা- আন্তর্জাতিক নিন্দার শিকার হয় ও পশ্চিমা রাজনীতিবিদরা সৌদিকে এই হত্যার দায়ভার নেয়ার দাবি জানান।

হোয়াইট হাউস এই হত্যাকা-ের জন্য যুবরাজের দুই সহযোগিসহ ১৭ জন সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞারোপ করলেও কংগ্রেস সদস্যরা সৌদিআরবও এর নেতাদের বিরুদ্ধে আরো বৃহত্তর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই জানান দিয়েছেন, হত্যাকা-ের দায় নেয়ার চাইতে যুক্তরাষ্ট্র-সৌদিআরব সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়