শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে কলেজ ছাত্রকে জবাই করে হত্যা

বরিশাল প্রতিনিধি: জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের কলেজ ছাত্র ইমরান হোসেন হাওলাদারের (২২) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির পাশ্ববর্তী ফসলী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষক সরোয়ার হোসেন হাওলাদারের পুত্র এবং ভবানীপুর হাজী তাহেরউদ্দিন ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার রাতে প্রতিবেশী সেনা সদস্য আবুল কালাম আজাদের বাসায় বিপিএল এর ফাইনাল খেলা দেখতে যায় ইমরান। গভীর রাতেও ইমরান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই সেনা সদস্যর বাড়িতে খুঁজতে গিয়েও ইমরানকে পাননি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিলো। শনিবার সকালে এক নারী ফসলী জমিতে ইমরানের জবাই করা লাশ পরে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, কলেজ ছাত্র ইমরানকে জবাই করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন পূর্ব শত্রুতা কিংবা নারী সংক্রান্ত বিরোধের জের ধরে ইমরান হত্যার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়