শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ধোনির অভিজ্ঞতা বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ’

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির ‘ক্রিকেট মস্তিষ্ক’ বিশ্বকাপে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন যুবরাজ সিং। তার মতে, উইকেটকিপার এই ব্যাটসম্যান অধিনায়কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবেন।

ধোনির নেতৃত্বেই ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। আর দেশের মাটিতে ভারতের এই বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল যুবরাজের। তিনিই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। যুবরাজ পরে ভারতীয় দলে জায়গা হারিয়েছেন। ধোনি আর অধিনায়ক না থাকলেও খেলে চলেছেন।

তবে বিশ্বকাপ দলে ধোনিকে রাখা উচিত কি না, তা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠছে। বিশেষ করে মিডল অর্ডারে তার ধীরগতির স্ট্রাইক রেটের জন্য। যদিও ২০১৯ সালের শুরু থেকে দারুণ ফর্মে আছেন ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় টানা তিন ওয়ানডেতে ফিফটি করে হয়েছেন সিরিজ সেরা। চলমান নিউজিল্যান্ড সফরেও সীমিত ওভারের সিরিজে একাধিকবার দলের জয়ে রেখেছেন অবদান।

যুবরাজ মনে করেন, বিশ্বকাপে ধোনি অধিনায়ক বিরাট কোহালির পরামর্শদাতার ভূমিকা নিতে পারবেন। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যুবরাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার মনে হয় মাহির (ধোনি) দারুণ ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। বিশেষ করে উইকেটকিপার হওয়ায় সবকিছু বোঝার জন্য আদর্শ জায়গায় সে দাঁড়িয়ে থাকে। বছরের পর বছর ধরে সে দারুণভাবে উইকেটের পেছনে থেকে দলকে চালনা করে এসেছে। সে নিজে অসাধারণ অধিনায়ক ছিল। দলের তরুণ ক্রিকেটারদের সব সময় সাহায্য করছে এবং কোহলিকে পরামর্শ দিয়ে চলেছে।

‘তাই আমার মনে হচ্ছে, তার উপস্থিতি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে (বিশ্বকাপে)। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ায় দারুণ একটা সিরিজ কেটেছে তার। সে আগের মতো এখনো যে বলকে পেটাচ্ছে, সেটা দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। তার জন্য আমার শুভ কামনা রইল’- যোগ করেন যুবরাজ।

তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকে নিয়েও উচ্ছ্বসিত যুবরাজ। তার মতোই পাঞ্জাব থেকে উঠে এসেছেন ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে শুভমনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। যদিও দুই ম্যাচে ৯ ও ৭ রানের বেশি করতে পারেননি গত যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়