শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধের দিনও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

আফজাল হোসেন: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, বিদ্যালয় তালাবদ্ধ।তবে বিদ্যালয়টিতে উড়ছে জাতীয় পতাকা। গাজীপুরের শ্রীপুরের আনসার টেপিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুক্রবারের চিত্র ছিল এটি। অথচ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী (সংশোধিত ২০১০) বিদ্যালয় ছুটির পর জাতীয় পতাকা না নামানো,পতাকার প্রতি অবমাননা।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন কান্ডে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমির হামজা বলেন, জাতীয় পতাকার সাথে জড়িয়ে আছে আবেগ ও ভালবাসা। স্বাধীনতার প্রতীক আমাদের জাতীয় পতাকা। অথচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও নামানোর সময় সম্মান দেখানো হয় না। দেশ গড়ার কারিগররা যদি এমন গাফিলতি করেন তাহলে শিক্ষার্থীরা কি শিখবে তাদের কাছে?

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল মিয়া জানান, বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ের অর্ধ কর্মদিবস। বিদ্যালয় ছুটির পর আমরা সকলে চলে যাই, পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব ছিল দপ্তরি কাম নৈশ প্রহরীর উপর, হয়ত ভুলে এমন হয়ে গেছে।

বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী ফজলুল হক বলেন, ভুলে এমন হয়ে গেছে পরে সংবাদ পাওয়া মাত্রই তা নামানো হয়।

বন্ধের দিনও পতাকা না নামানোর বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান, বিশেষ দিবস ছাড়া বিদ্যালয় চলাকালিন সময়ের বাহিরে পতাকা উত্তোলন করে রাখা অন্যায়। এ বিষয়ে আমি খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়