বিনোদন প্রতিবেদ: গেল কয়েকদিন আগেই সুবর্ণা মুস্তাফার একুশে পদক প্রাপ্তিতে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারকারা। এরপর গেল শুক্রবার নতুন খবরে আসে জনপ্রিয় এই অভিনেত্রীর। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তাই আবারও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন শুভাকাঙ্খীরা।
সুবর্ণা মুস্তাফার সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন আনন্দ আর আনন্দ। অভিনেত্রী সুমাইয়া শিমু লিখেছেন, সংসদ সদস্য মনোনীত হওয়ায় আবারও অভিনন্দন প্রিয় সুবর্ণা আপা! আপনি যোগ্য। ভালোবাসি এবং আপনাকে নিয়ে গর্বিত। বিপাশা হায়াত লিখেছেন, প্রিয় সুবর্ণা আন্টি, আপনাকে নিয়ে গর্বিত এবং অনেক ভালোবাসি।
অভিনেত্রী রুনা খান লিখেছেন, ঠিক কোন বাক্যে আনন্দ প্রকাশ করব বুঝতে পারছিনা.. সবচেয়ে যোগ্য, সবচেয়ে সঠিক মানুষটি, শিল্পীদের সুযোগ্য প্রতিনিধিৃ অতি আনন্দে আমি আত্মহারা। মাননীয় সংসদ সদস্য সুবর্ণা আপা আমি আনন্দিত, সম্মানিত, গর্বিত বোধ করছি যে, ব্যক্তিগত ভাবে আমি তোমার স্নেহধন্য। অভিনন্দন.. শুভকামনা.. ভালোবাসা.. জয় বাংলা।
শুক্রবার দিবাগত রাত সোয়া দশটার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তালিকায় ২২ নম্বরে ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম দেখা যায়।