শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘গরু’ শব্দ থাকলেই পোস্ট মুছে দিচ্ছে টুইটার!

সাজিয়া আক্তার : গরু নিয়ে ভারতে গত কয়েক বছর ধরে নানান বিচিত্র ঘটনা ঘটেই চলেছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। আর সম্প্রতি শোনা যাচ্ছে কারো টুইটে ‘cow’ (গরু) শব্দ থাকলেই সেটিকে ব্লক করে দিচ্ছে টুইটার ইন্ডিয়া- এমন অভিযোগ করছেন কিছু ব্যবহারকারী। ভারতের একটি সংবাদমাধ্যমের শুক্রবারের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। যমুনা টিভি

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারীর কাছ থেকে তারা অভিযোগ পেয়েছে, তাদের টুইটে ‘গরু’ শব্দটি কোনোভাবে ব্যবহৃত হলেই সেই টুইট ভারতীয় ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন না। তবে ভারতের বাইরে থেকে পোস্টটি করা হলে বাইরের ব্যবহারকারীরা তা দেখতে পাচ্ছেন।

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সারাহ সালভেদর অ্যামজনের প্রধান জেফ বেজোসের লেখা একটি নিবন্ধ টুইটারে শেয়ার করে আশ্চর্যবোধক শব্দ হিসেবে “”HOLY COW!” শব্দ দুটি লিখেছিলেন। তার সেই টুইট ভারত থেকে দেখা যাচ্ছে না বলে তার পরিচিতজনেরা জানিয়েছেন। এরকম আরও অনেকেই অভিযোগ করছেন।

ধারণা করা হচ্ছে, চলতি বছর ভারতের আসন্ন নির্বাচন উপলক্ষে দেশটিতে ভুয়া খবর ছড়ানো রোধ করতে টুইটার কর্তৃপক্ষ ‘গরু’ নিয়ে দেয়া পোস্টগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে। সাম্প্রতিক বছরগুলোতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা গরু সংক্রান্ত নানা ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে শতাধিক হত্যার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রায় সবগুলোতে মুসলিমরা ভিকটিম হয়েছেন।

তবে ভারতীয় পত্রিকাটির প্রতিবেদনে টুইটার কর্তৃপক্ষের কোনো বক্তব্য যুক্ত করা হয়নি। ফলে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, শুধু ‘গরু’ শব্দ ব্যবহারের কারণে টুইটগুলো ভারতে ব্লক করা হচ্ছে, নাকি অন্য কোনো কারণে এমনটি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়