শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেগাপ্লুত অর্থমন্ত্রী জড়িয়ে ধরলেন আফ্রিদিকে

বিশেষ প্রতিবেদন : বিপিএলে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার রাতে মেয়ের দলের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন অর্থমন্ত্রী। ম্যাচ শেষে সেখানেই আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অনেক রকম মন্তব্য করছেন।

মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তামিমের ঝড়ের পর রনি তালুকদার ও উপুল থারাঙ্গার ভয় ধরানো জুটি। এরপর আবার ওয়াহাব রিয়াজের মোড় ঘোরানো স্পেল। সব মিলিয়ে বেশ ভরপুর ক্রিকেট দিয়েই শেষ হয়েছে ষষ্ঠ বিপিএল।

তামিমের উইলোবাজিতে ২০০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল কুমিল্লা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডায়নামাইটসের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল। তাই দারুণ জয়ে শিরোপা জয়ের উল্লাস করে তামিম-ইমরুলরা।

সেইসঙ্গে গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা। এসময় ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন লোটাস কামাল। তামিম-ইমরুলদের বিজয় উল্লাাসে তিনিও শরিক হন। এসময়ই আবেগে জড়িয়ে ধরেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। খেলার মাঠে আফ্রিদিকে জড়িয়ে ধরার ছবিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়া আফ্রিদি বিপিএলের প্রতিটি আসরেই অংশ নিয়েছেন। বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেললেও এবার কুমিল্লার হয়ে খেলেন। চতুর্থ আসরে খেলেছিলেন রংপুরের জার্সি গায়ে। তার আগে ২০১৫ সালে তৃতীয় আসরে খেলেন সিলেট সিক্সার্সের হয়ে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়