শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া না থাকায় ঝিমিয়ে পড়েছে বিএনপি

সাজিয়া আক্তার : গত এক বছর ধরে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দি আছেন। তাই দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের বড় ধরনের ক্ষতি হয়েছে। ডিবিসি টিভি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাজীবনের এক বছর পেরিয়ে গেছে। তাঁর মুক্তির দাবিতে কিছু দিন মানববন্ধন, অবস্থান কর্মসূচির মত নমনীয় কর্মসূচি পালন করে দলটি। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু হলে খালেদা জিয়ার মুক্তির দাবির চেয়ে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বেশি সোচ্চার হয় দলটি। এরই ধারাবাহিকতায় কোনো দাবি দাওয়া পূরণ ছাড়াই ৩০শে ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় বিএনপি। নজিরবিহীন ভরাডুবির পর দলের মধ্যে চলছে নানা বিশ্লেষণ।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের মধ্যে অন্য যত উত্তাপই থকুক তার অনুপস্থিতির ব্যাপারটি আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এটা বুঝেই সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে তাকে আরও অনির্দিষ্ট কালের জন্য কারাগারের রাখার ব্যবস্থা করেছে।
খালেদা জিয়া কারাগারে থাকায় দলের পাশাপাশি গণতন্ত্রের ক্ষতি হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেছেন, খালেদা জিয়াকে বাইরে রেখে, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তার অংশ হিসেবেই তাকে জেলে রাখা হয়েছে। এটি শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির গণতন্ত্রের জন্যও একটি হুমকি স্বরূপ।

নানা প্রতিলকূতার মধ্যেও আগামী দিনের লড়াইয়ের জন্য বিএনপির মনোবল অটুট থাকার আশা নেতাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়