শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যদের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়ি থেকে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

শনিবার সকালে অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের মোখলেছপুর এলাকার অহিদুজ্জামান মিয়ার ছেলে তৌহিদুজ্জামান (২৬), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মিয়াব আলী ছেলে শাহ্ আলম (২৫) ও চুয়াডাঙ্গা জেলার কিষ্ণপুর এলাকার মজিবর মিয়ার ছেলে মনিরুল ইসলাম রনি (২৬)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং গোয়েন্দা সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী ঢাকা মেট্রো-গ-১১-৯২০৮ কালো রংয়ের প্রাইভেটকারে মাদকদ্রব্যের একটি বড় অংকের চালান নিয়ে যাচ্ছে।

এসময় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মেড্ডা ট্রাক স্ট্যান্ডের সামনে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রোডের উপর গতি রোধ করে প্রাইভেটকারটি আটক করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ৬০ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৭,১৩৫/- টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়