আব্দুর রাজ্জাক : ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মৃত্যু কামনা করবে তেহরান। ইরানি জনগণের অভিযোগ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে নয় বরং ট্রাম্প প্রশাসনের ভুল নীতির প্রতিবাদে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। রয়টার্স
ইরানের ইসলামি বিপ্লবের ৪০ তম বার্ষিকীতে দেশটির সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গত শুক্রবার বক্তব্য রাখেন খোমেনি। তিনি বলেন, ‘যতদিন যুক্তরাষ্ট্র দুর্বল না হবে ততদিন ইরানিরা দেশটির মৃত্যু কামনা করবে এবং এই ভাষায় শ্লোগান দিতে থাকবে। তবে ইরান কখনো মার্কিন সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করবে না বরং দেশটির নেতৃত্বের শত্রুভাবাপন্ন নীতির কারণে তাদের ধ্বংস চায়।’
গত বছর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্টীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি থেকে সরিয়ে নেন। এর পরই ইরানের অর্থনীতি ধ্বংস করতে দেশটির ওপর কয়েক দফা অবরোধ আরোপ করেন।
যুক্তরাষ্ট্রের মৃত্যু বলতে দেশটির নেতা ট্রাম্প, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ধ্বংসকে বোঝানো হয়েছে বলে খোমেনি মন্তব্য করেন।