শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরীর মতে, চারিত্রিক দিক থেকে বিবেচনা করলে ‘আওয়ামী লীগ ও বিএনপি একই ধরনের দল’

মঈন মোশাররফ : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার কারাবরণ আমাদের রাজনৈতিক চরিত্রের অংশ। কেউ কাউকেই ছাড়ে না। ছাড় দেয় না। সরকার খালেদা জিয়াকে কষ্টের মধ্যে রেখেছে বলা যায় এবং এটা অব্যাহত রাখার চেষ্টা করবে। কারণ, আওয়ামী লীগ মনে করে, বিএনপি এমন একটি দল, যারা তাদের সব নেতাদের হত্যা করার চেষ্টা করেছে। শনিবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, চারিত্রিক দিক থেকে বিবেচনা করলে ‘আওয়ামী লীগ ও বিএনপি একই ধরনের দল’।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে। এখন আমরা দেখছি রাজনৈতিক রাষ্ট্র থেকে আমরা প্রশাসনিক রাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছি। আওয়ামী লীগ প্রশাসনকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এখানে রাজনৈতিক দলের ভ‚মিকা অনেক কম। বিএনপি এটা ধরতে পারছে না। আর তারা তো দীর্ঘদিন ধরে প্রশাসন-বিচ্ছিন্ন আছে। তাই বড় প্রশ্ন এখন একই ধরনের দুটি দল একই দেশে শেষ পর্যন্ত চলবে কিনা।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে যখন জেলে ঢোকানো হয়েছে, তারপর বিএনপির যে চাপ সৃষ্টি করা দরকার ছিলো, বিএনপি সেটা করতে পারে নাই। এর মানে হলো বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপি যেটা করেছে, তারা হিংসাত্মক পথ থেকে সরে এসেছে। প্রশ্ন হলো খালেদা জিয়া বিএনপির থেকে বড় কিনা। কেউ কেউ বলছেন, খালেদা জেলে এবং তারেক বাইরে থাকায় বিএনপির এই অবস্থা। আমার কথা হলো, শেখ সাহেব যখন জেলে ছিলেন, তখন আওয়ামী লীগ থেমে ছিলো কী না ।

তিনি জানান, এক এগারোর সময় যখন সেনাবাহিনী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ধরেছিলো, তখন মানুষ এটাকে দেখেছে রাজনৈতিক নেতাদের আটক হিসেবে। কিন্তু এবার যখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, তখন মানুষ এটাকে সেভাবে নেয়নি। মানুষ কি তার জন্য রাস্তায় নেমেছে? এখনো কি নামবে? আসলে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যত শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়