শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের বিশেষ দূত বললেন সংবিধান সংশোধন ছাড়া মিয়ানমারে গণতন্ত্র সম্ভব নয়

আসিফুজ্জামান পৃথিল : মিয়ানমারের সংবিধান সংশোধনের জন্য নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। দেশটির বর্তমান মানবাধিকার পরিস্থিতির উপর ভিত্তি করে জাতিসংঘের এই জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ইউএন

তিনি বলেন, ‘এই কমিটি গঠনের বিষয়টি অত্যন্ত ইতিবাচক। আমি মনে করি এটি মিয়ানমারে গণতন্ত্র আনতে সহায়তা করবে।’ সংবিধান সংশোধনের জন্য দেষটিতে জনসমর্থন রয়েছে। জনগনের এই ইচ্ছে পূরণে ভুমিকা রাখতে লি এই কমিটিকে উৎসাহ দিয়েছেন।  ২০১৫ সালের সাধারণ নির্বাচনে অঙ সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলো। এই নির্বাচনে তারা ভুমিধ্বস বিজয় অর্জন করে। এর আগের সামরিক সরকার ২০০৮ সালে বর্তমান সংবিধান প্রণয়ন করে। এর ফলে দেশটিতে কখনই পূণাঙ্গ গণতন্ত্র আসেনি। এতে পার্লামেন্টে সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২৫ শতাংশ আসন বরাদ্দ করার কথা বলা হয়েছে। এছাড়াও স্রাষ্ট্র, প্রতিরক্ষা এবং সীমান্ত মন্ত্রনালয় সেনা সদস্যদের জন্য সংরক্ষিত রয়েছে।

ইয়াংহি লি বলেন, ‘বর্তমান সংবিধান কোনভাবেই গণতান্ত্রিক নয়। এটি সংশোধন না করে মিয়ানমার কোনভাবেই নিজেদের গণতান্ত্রিক বলতে পারে না।’ বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে বড় ধরণের আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে মিয়ানমার। দেশ থেকে একসাথে প্রায় সাড়ে ৭ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা বিতারিত হলেও শক্তভাবে সেনাবাহিনীর বিরুদ্ধাচারণ করেননি সুচি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান সুচির কথা বলার শক্তি কেড়ে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়