শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

আহমেদ জাফর : বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেছেন ওবায়দুল কাদের আমাদের এতো উপদেশ দেয় যে তাকে আমাদের রাজনৈতিক পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া দরকার। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তারা এখন পাগলের মতো হয়ে শুধু আবল তাবল বকছে। বিএনপি এখন বেপরোয়া দল তাই তাদের মাথা ঠিক নেই।
শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১বছর প‚র্তি হয়েছে কারাবাসে। তাই বিএনপি বলছে রাজনৈতিক ইস্যুতে তাকে কারাগারে রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা আদালতের এখতিয়ার। দণ্ড দিয়েছেন আদালত, কারাগারে পাঠিয়েছেন আদালত, মুক্তি দিতে পারেন আদালত। এই মামলা নিয়ে সরকারকে দোষারোপ করা একেবারেই অসত্য। এই মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিএনপির নেতারা শুধু অভিযোগ করছে কিন্তু খালেদা জিয়ার মুুক্তি চায় না। তাকে মুক্তি করার জন্য লিগ্যালভাবে কোনো চেষ্টা করেনি।

ডাকসু নিবার্চন নিয়ে আওয়ামী লীগ নিদিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে কি না সাংবাদিক এমন প্রশ্নের জনাবে তিনি বলন, আমাদের প্রতিপক্ষরা যদি একটি জোট করতে চায়, এখানে আমাদের একটি জোটের কথা ভাবতে হবে। সমীকরণটা হবে মেরুকরণটা কীভাবে হচ্ছে, সেটা দেখে। ডাকসু নির্বাচন সামনে রেখে সমীকরণটা যেভাবে হবে, সেই মেরুকরণ অনুযায়ী আমরা চিন্তাভাবনা করবো। আমাদের দেখতে হবে, কারা কীভাবে মেরুকরণ করছে, জোট করছে। সে অনুযায়ী প্রতিপক্ষের বিষয়টি মাথায় রেখে আমাদের চিন্তভাবনা আছে। এখানে তো ছাত্রলীগ একা নয়। আরও বিভিন্ন ছাত্র সংগঠন আছে। ডাকসু নিবার্চন বন্ধ থাকায় বাংলাদেশের রাজনৈতিক ক্ষতি হয়েছে। এতো দিন ডাকসু নির্বাচন হলে, কম হলেও বিশজন ভালো ভালো নেতা তৈরি হতো। না হওয়ায় আামাদের দেশের ক্ষতি হয়েছে। নিদিষ্ট সময়ে নির্বাচন হবে। আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, এই নিবার্চন নিয়ে একটি পরিচালনা কমিটি করে দেয়া হয়েছে, তারা ভালো ভাবেই দেখভাল করছে।

উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে বলেন, উৎসব মুখের পরিবেশে সারা দেশ থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনেছে। শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিক্রি ও জমা পড়েছে ২০৭৬টি এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিক্রি ও জমা পড়েছে ৩৪৮৫টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়