শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট বিশ্বে সুপরিচিত একটি নাম শহীদ আফ্রিদি। দুর্দান্ত পাওয়ার হিটিং ক্ষমতার সাথে তার বৈচিত্রময় লেগ স্পিন দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন পুরো ক্যারিয়ার জুড়েই। টি-টোয়েন্টিতে তিনি ছিলেন যেন রীতিমত হটকেক। খেলে বেড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রায় সবকটি দেশের টি-টোয়েন্টি লীগে। বয়স পেরিয়েছে ৪০ এর কোঠা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হলো। তবে ক্রিকেটটা এখনো পুরোপুরি ছাড়েননি তিনি। এবারের বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন টুর্ণামেন্টের শুরু থেকে। টুর্নামেন্টটিকে নিয়ে জানিয়েছেন তিনি তার মুগ্ধতার কথা।

এবারের বিপিএলের আয়োজন নিয়ে জানতে চাইলে প্রথমেই তিনি আয়োজকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রথমেই আমি বিপিএলের আয়োজকদের অভিনন্দন জানাতে চাই। কাঠামোগত দিক থেকে দারুণ একটি ইভেন্ট ছিল এটি। সামনের বছরের জন্যও তাদের প্রতি আমার শুভকামনা।’

টুর্নামেন্টে নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফাইনাল অব্দি যাত্রা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আসলে দলের আত্মবিশ্বাসের কারণেই সম্ভব হয়েছে। দলের সবাই ব্যক্তিগত ও দলীয় উভয়ভাবেই ভাল করেছে।’ টুর্ণামেন্টের শুরুতেই দলের মূল অধিনায়ক স্টিভ স্মিথকে হারিয়েছিল কুমিল্লা। সেটি কতটা প্রভাব ফেলেছিল জানতে চাইলে তিনি জানান- ‘স্মিথ যেকোন ফরম্যাটের জন্যই দারুণ এক খেলোয়াড়। কিন্তু দলের বাকি সবাই ইতিবাচক ছিল। সবাই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে, বিশেষ করে তরুণ খেলোয়াড়রা। সবাই এই বিপিএলের গুরুত্ব বুঝতে পেরেছে এবং তারা ভাল করেছে।’

তামিমের সাথে পিসিএলের দল পেশোয়ার জালমিতে খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল তার। সেটি তাকে এই দলে মানিয়ে নিতে কতটা সাহায্য করেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমরা যথেষ্ট ক্রিকেট একসাথে খেলেছি। কোন সন্দেহ ছাড়াই তামিম আমার খুব পছন্দের খেলোয়াড়। সে (এই বিপিএলে) ভালো করেছে। আমি মনে করি তার (তামিমের) পারফর্মেন্স (দলের সাফল্যে) বিশাল ব্যবধান তৈরি করেছে। স্মিথ চলে যাওয়ার পর আমাদের এমনই একজনকে দরকার ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়