শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারুণ একটি ওয়েব সিরিজ দেখবেন দর্শকপ

প্রথম আলো :  ২০১৭ সালে প্রচারিত হয়েছিল ‘অ্যাডমিশন টেস্ট’ নামে একটি ওয়েব সিরিজ। বেশ আলোচনায় আসে সিরিজটি। এ কারণে কিছুদিন আগে নির্মাণ করা হয় এর দ্বিতীয় কিস্তি। ‘অ্যাডমিশন টেস্ট টু ফরেন স্টুডেন্ট’ নামের এই সিরিজটিও রচনা ও পরিচালনা করেছেন তপু খান। সেখানে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। সিরিজসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

‘অ্যাডমিশন টেস্ট টু ফরেন স্টুডেন্ট’ সিরিজটির শুটিং হয়েছে দেশের বাইরে। কারণ কী?
এটার বড় কারণ গল্প। প্রথম কিস্তিতে সবাই দেখেছিলেন যে তিনজন ছাত্র দেশের কোথাও ভর্তি হতে পারেনি। এবার তারা দেশের বাইরে গেছে ভর্তির জন্য। এরপর কী হয়, সেটা দর্শক সিরিজে দেখবেন।

আপনি তো আগের কিস্তিতেও অভিনয় করেছেন, এবারও করলেন। কোনো পার্থক্য দেখলেন?
গল্পের পার্থক্য। এবারের কিস্তিতে জাকিয়া বারী মম অভিনয় করেছেন। এটার বেশির ভাগ অংশ নেপালে শুটিং করা। দর্শক ‘রঙ্গন ফিল্মস’ নামের ইউটিউব চ্যানেলে আজ থেকে দেখতে পাবেন এটি। ভালোবাসা দিবস সামনে রেখে টানা সাত দিন প্রচারিত হবে এটি। মূলত ভালোবাসা দিবস আসার আগে যে উপলক্ষগুলো রয়েছে, আমরা সেসব মাথায় রেখেই এগিয়েছি। যেমন প্রপোজ ডে, চকলেট ডে ইত্যাদি। আশা করছি, সব মিলিয়ে একটা দারুণ ওয়েব সিরিজ দেখবেন দর্শক।

এখন তো অনেক ওয়েব সিরিজ নিয়েই অশ্লীলতার অভিযোগ ওঠে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
অভিযোগের সত্যতা তো কিছুটা আছেই। একেবারে যে অশ্লীল কনটেন্ট হচ্ছে না, তা কিন্তু নয়। আমার কথা হলো, গল্প বা চরিত্রের প্রয়োজনে হয়তো দু–একটা বোল্ড বা সাহসী দৃশ্য করা যায়। এটা সারা পৃথিবীতেই হয়। কিন্তু অকারণে বা অপ্রয়োজনে হলে সেটা তো অশ্লীল। এই প্রয়োজন আর অপ্রয়োজনের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে।

আপনার একটা মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে আজ।

বাণিজ্য মেলা ও বইমেলা—দুটিই চলছে। গিয়েছেন?
একটাতেও যাওয়ার সুযোগ হয়নি। তবে বইমেলায় যাওয়ার ইচ্ছা আছে।

বই পড়েন নিয়মিত? আপনার পছন্দের লেখক কে?
একসময় তো বইয়ের পোকা ছিলাম। এখন কম পড়া হয়। আমার ছোটবেলা কেটেছে মুহম্মদ জাফর ইকবালের বই পড়ে।

শেষ তিন প্রশ্ন
মুঠোফোনে সারা দিন কার ফোন বেশি আসে?
আছে একজন। কিন্তু নাম বলা যাবে না।

কী দেখে আপনি ছেলেদের প্রেমে পড়েন?
তার ব্যক্তিত্ব।

বিয়ে করবেন কবে?
বলতে পারছি না। বাবা–মা জানেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়