শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে বোরো ব্লকে পানির জন্য চাষীদের বিক্ষোভ মিছিল

বরিশাল প্রতিনিধি: সড়ক ও জনপথ বিভাগের রাস্তা ও ব্রীজ নির্মানের জন্য জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রধান খালের মুখে তিনটি বাঁধ দেয়ায় পানি চলাচল বন্ধ রয়েছে। ফলে চলতি বোরো মৌসুমে পানির জন্য চাষাবাদ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। বাঁধ অপসারনের দাবীতে বৃহস্পতিবার দুপুরে শত শত চাষীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে অবস্থান করেন।

এসময় উপজেলার পশ্চিম সুজনকাঠী, বটতলা, রাহুতপাড়া, অশোকসেন, তালতা, চান্দেরবাজার, কালুপাড়া, ভদ্রপাড়া, বটতলা, সানুহার, ঐচারমাঠ ও রামের বাজার এলাকার কয়েকশত কৃষক পানির দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের নিয়ে বৈঠক শেষে জানিয়েছে, স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে মোট ৯ হাজার ৬৬৩হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা পশ্চিম সুজনকাঠি গ্রামের কৃষক রমনি কান্ত সরকার ও শাহজাহান বেপারী জানান, সড়ক বিভাগের আওতায় উপজেলা সদরে সড়কের উন্নয়ন কাজ ও ব্রীজ নির্মান কাজের জন্য উপজেলা সদর খাল, কান্দিরপাড়, গৈলা খালের মুখে তিনটি বাঁধ দেয়ার কারণে চলতি বোরো মৌসুমে চাষীরা ব্লকে পানি সেচ দিতে না পারায় ধানের চারা রোপন করতে পারছেন না। উপজেলার প্রধান খালে বাঁধ দেয়ায় ওই খালসহ শাখা খালগুলো শুকিয়ে যাওয়ায় বোরো ব্লকের পাওয়ারপাস্প সেচ বন্ধ হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার মো: নাসির উদ্দিন জানান, বিক্ষুব্ধ কৃষকদের সাথে কথা বলে কৃষদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান, উপ-সহকারী প্রকৌশলী এমএম হানিফ, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, কাজের ঠিকাদারের পক্ষে আবুল কালাম, কৃষক রমনী কান্ত সরকার, আনিচ মোল্লা, ইদ্রিস খান, বাবুল সরদার, সুমন মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়