শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিস্টারদের যৌনদাসীর মতো ব্যবহার করছে যাজকরা

নিপু নুরুল হুদা : আবুধাবিতে মিসরের গ্র্যান্ড ইমামের সঙ্গে চুম্বনের রেশ না কাটতেই আবারো আলোচনায় ক্যাথলিক দুনিয়ার পোপ ফ্রান্সিস। ৫ ফেব্রুয়ারি তিনি স্বীকার করে নিলেন নান বা সন্ন্যাসিনীদের যৌন নির্যাতন চালাচ্ছেন কিছু বিশপ এবং কিছু ক্ষেত্রে তাদেরকে যৌনদাসীর মতো ব্যবহার করা হচ্ছে। আবুধাবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব স্বীকার করেন পোপ। সূত্র : বিবিসি।
গত সপ্তাহে ভ্যাটিকান থেকে প্রকাশিত নারী বিষয়ক এক পত্রিকায় এই সংক্রান্ত অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন পোপ ফ্রান্সিস। পত্রিকায় দাবি করা হয়েছে যৌন নিগ্রহের পর নানদেরকে গর্ভপাতের জন্য চাপও দেওয়া হয়। গত বছর ভারতের কেরালায় এমন একটি ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। কেরালার ক্যাথলিক চার্চের এক বিশপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিতা দাবি করেন একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন পোপ বলেন, আমার মনে হয় কেরালার মতো ঘটনা এখনও ঘটছে। এসব যাতে বন্ধ করা যায় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীদের সুরক্ষা আমার কাছে অগ্রাধিকার পাবে। ‘উইমেন চার্চওয়ার্ল্ড’- এর ফেব্রুয়ারি সংখ্যায় ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। তাতে বলা হয়েছিলো একাধিক ঘটনার পরও নির্যাতিতারা চুপ থেকেছেন। কখনও বা চুপ থাকতে বাধ্য হয়েছেন।
২০১৮ সালের নভেম্বরে ক্যাথলিক নানদের বৈশ্বিক সংগঠন গির্জায় যৌন নির্যাতনের ব্যাপারে আর চুপ না থাকার সিদ্ধান্ত নেয়। গেলো বছর গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতন নিয়েও বিশ্বজুড়ে আলোচনায় আসে ভ্যাটিকান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়