শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবাংলায় ৩৭ হাজার কোটি টাকার বিনিয়োগ, টার্গেট লক্ষাধিক কর্মসংস্থান

রাশিদ রিয়াজ : ভারতের পশ্চিমবাংলায় দুদিনের বিশ^বঙ্গ শিল্প সম্মেলনের প্রথম দিনে ৩৭ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শীর্ষ শিল্পপতিরা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করেছেন মুকেশ আম্বানি থেকে শুরু করে অন্যান্য শিল্পপতি। এ বিনিয়োগ সম্মেলনে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি দেন ইস্টার্ন এনার্জির প্রধান ওয়াইকে মোদী। আরো ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন মুকেশ আম্বানি। আইটিসি গ্রুপ বিনিয়োগ করবে আরো ১৭’শ কোটি টাকা। টাইমস অব ইন্ডিয়া

বাণিজ্য সম্মেলনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, মমতা দিদির নেতৃত্বে পশ্চিম বাংলা এখন মিষ্টি বাংলায় পরিণত হয়েছে। সিটি অফ জয় কলকাতা এখন আশার শহর। মাত্র এক বছরে সবকিছু কতটা বদলে দিয়েছেন মমতা। উন্নতির দিকে পোল ভল্ট দিয়ে এগোচ্ছে বাংলা ও তার রাজধানী। বাংলার জিডিপি ১০ লাখ কোটি ছাড়িয়েছে। কৃষি সমৃদ্ধ হওয়ায় কৃষকদের আয় বেড়েছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাসী নেতৃত্ব ও তার দল এবং অন্যান্য মন্ত্রী-আমলাদের একনিষ্ঠতায়।'

আম্বানি জানান, ২০১৬ সালে রাজ্যে রিলায়েন্সের বিনিয়োগ ছিল ৪,৫০০ কোটি। এখন তা বেড়েছে ২৮ হাজার কোটি টাকায়। আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যের শতভাগ নাগরিকের কাছে জিও নেটওয়ার্ক পৌঁছে এবছরেই সম্পন্ন হবে। জিও-র গিগাফাইবার-এর দৌলতে পশ্চিমবাংলা হয়ে উঠবে স্মার্ট হোম।

এদিকে পশ্চিবাংলার কুলপি বন্দর প্রকল্পে ৩’শ কোটি টাকা বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরশাহীর ডিপি ওয়ার্ল্ড। শিলিগুড়িতে ৫’শ কোটি টাকা বিনিয়োগ করবে কোকা কোলা। বাংলায় দেশভাগের মিউজিয়াম তৈরি করবেন জেএসডব্লিউ-র প্রধান সজ্জন জিন্দালের স্ত্রী সঙ্গীতা জিন্দাল।

এছাড়া মুকেশ আম্বানি বাণিজ্য সম্মেলনে দাবি করেন রিলায়েন্স পশ্চিম বাংলায় ১ লাখ কর্মসংস্থান করেছে। ই-কমার্সের লজিস্টিক হাবে কর্মসংস্থান হবে ৫০ হাজার কর্মীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়