শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ জেতার সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক : আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ কঠিন মানলেও বিশ্বের যে কোনো কন্ডিশনে ওয়ানডেতে প্রতিপক্ষকে দমন করার ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা।

জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিম দেশ ছাড়ার আগেই বলেছিলেন টানা ক্রিকেট খেলার ক্লান্তির কথা। সেই কথায় ঝরল ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেট মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের কণ্ঠেও, ‘বাংলাদেশের সব ক্রিকেটাররাই ভারী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড যাচ্ছে, বিপিএলে কঠিন ক্রিকেট খেলা হয়, শারীরিক একটা ধকল গেছে।’

সাড়ে ১১ বছর পর বিদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৭ সালে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট খেলেছিল বাংলাদেশ। তিনটি টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে তিনি বলেন,

‘তিন টেস্ট খেলার সুবিধাও হবে, আর আসল ক্রিকেট যেহেতু টেস্ট ক্রিকেট, সেখানে বাংলাদেশ ব্যাটিং-বোলিংয়ের দক্ষতা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকবে। যেমন প্রথম টেস্টে বাংলাদেশ হয়তো বুঝে নিতে পারবে কন্ডিশন ও উইকেট। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভালো করার সুযোগটা থাকবে।’

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ নিয়ে খুব বেশি সুখস্মৃতি নেই বাংলাদেশের। তবে ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ওয়ানডেতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশ ভালো দেখছেন তিনি,

‘শেষ দুই বছরের পারফরম্যান্স যেটা বলে অন্তত টেস্টে না হলেও ওয়ানডেতে একটা ব্যালান্সড দল বাংলাদেশ। শুধু খেলার জন্য না সামনে একটা বড় টুর্নামেন্ট আছে তাই এই সিরিজের ফর্মটা গুরুত্বপূর্ণ থাকবে।’

তিনি আরো বলেন, ‘মুস্তাফিজ, রুবেল, মাশরাফি তিনজন মিলিয়ে ভালো একটা পেস বোলিং লাইন আপ হতে পারে। এমনকি সাইফুদ্দিন দারুণ ফর্মে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। টেস্টের জন্য খুবই অনভিজ্ঞ একটা বোলিং লাইন আপ। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের এই দলটা বিশ্বেরই অন্যতম অভিজ্ঞ একটা দল।’

উল্লেখ্য, ইতোমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছেন কোচসহ ৮জন ক্রিকেটার। মূল সিরিজ শুরুর আগে আগামী রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়