শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করতে ইতালিকে ফ্রান্সের হুঁশিয়ারি

লিহান লিমা: ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী লুইগি ডি মায়োকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। এর আগে ইয়ালো ভেস্ট নেতাদের সঙ্গে দেখা করেন ইতালির ফাইভ স্টার পার্টির নেতা ডি মায়ো। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘ইউরোপিয় ইউনিয়নের অন্তভুর্ক্ত এবং প্রতিবেশি সহযোগি দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইতালির এমন হস্তক্ষেপ অ-গ্রহণযোগ্য।’ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সরকারী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মি. ডি মায়োর এমন হস্তক্ষেপ দ্বিপক্ষিয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা সহ ফ্রান্স এবং ইতালির স্বার্থকে খর্ব করবে।’

এর আগে ইয়ালো ভেস্ট নেতাদের সঙ্গে সাক্ষাতের পর টুইট বার্তায় দি মায়ো বলেন, ‘পরিবর্তনের এই বাতাস আল্পস পর্বত ছাড়িয়ে গিয়েছে এবং রোমে তিনি তাদের সঙ্গে আরেকটি বৈঠক করতে চান। ফাইফ স্টার মুভমেন্ট জানায়, ‘নাগরিক ও সামাজিক অধিকার, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরিবেশ বিষয়ে আমাদের মধ্যে একক আদর্শ রয়েছে। এটি আমাদের উৎসাহিত করেছে, শীঘ্রই রোমে আরেকটি বৈঠক হবে।’ বৈঠকের আগেও দি মায়ো এই আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের হাল না ছাড়ার আহ্বান জানান ।

এদিকে বুধবার ফ্রান্সের অডিট বিভাগ জানিয়েছে, ইয়ালো ভেস্ট আন্দোলন দমনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষিত ১০ বিলিয়ন ইউরোর আর্থিক প্যাকেজ ফ্রান্সের রাষ্ট্রীয় কোষাগারকে দুর্বল করেছে। অডিট অফিস জানায়, ২০১৯ সালের রাষ্ট্রীয় কোষাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ম্যাক্রোঁ সরকারের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

নভেম্বর থেকে জ্বালানি তেলের কর বৃদ্ধির দাবিতে ফ্রান্সে এই আন্দোলন শুরু হয়। বিক্ষোভের মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি তেলের কর হ্রাস, নুন্যতম মজুরি বৃদ্ধি ও অবসরভাতা বৃদ্ধির ঘোষণা দিলেও আন্দোলন পরে বৃহত্তর অর্থনৈতিক সংস্কারের দাবিতে রুপ নেয়। এই পর্যন্ত ইয়ালো ভেস্ট আন্দোলনে ১৪ জন নিহত, ২ হাজার আহত এবং ৬ হাজারের মতো গ্রেপ্তার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়