শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে দরজা বন্ধের কারণে, নিরীহ মানুষ যেন মৃত্যুর মুখে না পড়ে, বললেন আমেনা মহসিন

কে এম নাহিদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন বলেছেন, সরকার যে বলছে আমরা আর দরজা খুলে দেবো না এই ঘোষণাটির প্রয়োজন ছিলো। তবে এটাও দেখতে হবে যারা আসছে তারা কোন পরিস্থিতি আসছে, আমাদের দরজা বন্ধ করার ফলে তাদের যদি নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে না হয়। সেটাও আমাদের কাম্য হবে না, বুধবার ডিবিসি টেলিভিশনের রাজকাহনে এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘ নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে। বিভিন্নজন আসছে তাদের দেখছে। কিন্তু কোনো অগ্রতিমূলক কিছু হচ্ছে না । দিন শেষে সব দায় আমদের নিতে হচ্ছে। অনেকে সামরিক তৎপরতা কথা বলছে এটা সুখকর হবে না, আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রথমে মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছি। কিন্তু এখন আমাদের সময় এসে গেছে ভাবার আমরা আর কতো উদার হবো। আমরা অনেক কথা শুনেছি এবার আমরা অ্যাকশন দেখতে চাই। তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতিতে গতি আনতে হবে। সৌদি আরব কেন তাদের দেশ থেকে রোহিঙ্গা ফেরত দিচ্ছে। তাদের তো সামর্থ্য আছে। এসব ব্যাপারে ওআইসিকে তৎপরতা দেখাতে হবে। আমাদের সরকারের উচিত চীন এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা তা-না হলে,আমাদের ভবিষ্যত সুখের হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়