শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেগাপ্লুত অ্যাঞ্জেলিনা জোলি

তরিকুল ইসলাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বুধবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দর্শনার্থী বইয়ে তিনি লিখেন, এই বিশেষ বাড়িটিতে এসে আমি বেশ আবেগাপ্লুত। বাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে জেনে আমি কৃতজ্ঞ।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আগে এদিন দুপুরে অ্যাঞ্জেলিনা জোলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রথমে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হন। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি গত সোমবার ঢাকায় আসার পরই কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তার অভিজ্ঞতা জানাতে সাংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হলিউড অভিনেত্রীর এটাই ছিলো প্রথম বাংলাদেশ সফর। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক তহবিল সংগ্রহে জোলি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে দেশটির ওপর চাপ সৃষ্টিতে ভূমিকা রখারও অনুরোধ জানিয়েছেন। এসময় অ্যাঞ্জেলিনা জোলি জানান, গত চার দশক ধরে মিয়ানমার এই সংকটের সৃষ্টি করে চলছে এখন তাদের শুধরানোর সময়। বাংলাদেশের হৃদয় অনেক বড়, আমি টের পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশের প্রতি সমর্থন থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়