শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

নিউজ ডেস্ক: ফরিদপুরে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। কম খরচে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষীরা। পাশাপাশি মনমুগ্ধ এই ফুল দেখতে ভিড় করছেন সৌন্দর্য প্রেমীরা। সরকারি সহযোগিতা পেলে ফুল চাষের ব্যাপক সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় টিভি

যতদূর চোখ যায় দেখে মনে হয় বিশাল আয়তনের হলুদ এক গালিচা। চোখে পড়ে শুধু সূর্যমুখী ফুল। এই ফুলের সঙ্গে দাঁড়িয়ে মনোরম দৃশ্য স্মৃতির ফ্রেমে বন্দি করছেন অনেকেই।

চাষিরা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায় সূর্যমুখীর গাছ রোপন করেন তারা। আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় সূর্যমুখী ফুল চাষে সাফল্যও আসে। পাশাপাশি ফুল থেকে উৎপাদিত তেল ও বীজ বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই।

এক কৃষক জানান, আমি সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফুলের তদারকি করি।

এদিকে, সূর্যমুখী ফুল চাষীদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন ফরিদপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান স্বপন।

তিনি বলেন, সূর্যমুখী ফুল চাষীরা আবাদ করে যাতে লাভবান হতে পারে, এই জন্য বিএডিসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে থাকি।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে, চলতি বছর ফরিদপুরের বিএডিসির বাগানে দুই একর জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। যা থেকে প্রায় ২২ মণ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়