রফিক আহমেদ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবির বদ্ধপরিকর। নেতৃবৃন্দসহ সংগঠনের কর্মীরা ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীসহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি, শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক মাহফুজুর রহমান এ কথা জানান।
দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশগ্রহণ করে শিবির নেতৃবৃন্দ বলেন, বৃহৎ লক্ষ্য নিয়ে ক্ষুদ্র পরিসরে কল্যাণময় সমাজ গঠনের মহান উদ্দেশ্যে ছাত্রশিবিরের পথ চলা শুরু করেছিল। এ পথ চলায় সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য ও গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাতিলের মোকাবিলায় ছাত্রশিবির অটল ছিল। ফলে আজ এ কাফেলা জাতির আশার আকাঙ্খার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। শত প্রতিকূলতার পরও ছাত্রশিবির আজ লাখো ছাত্রদের পদভারে মুখোরিত। তরুণ সমাজকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে ছাত্রশিবির প্রতিটি জনপদে নিরলসভাবে কাজ করে চলেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, তরুণদের মাঝে ঘুণেধরা সমাজ পরিবর্তনের একটি স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। ছাত্রশিবিরের অগ্রযাত্রায় শুধু ছাত্রসমাজ নয়, বরং দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আমাদের গঠনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। ছাত্রজনতার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা আমাদের জন্য শক্তি। ছাত্রশিবিরকে নিয়ে আগামীর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে দেশপ্রেমিক ছাত্রজনতা। ছাত্রশিবির দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিষ্ঠার ৪২তম বার্ষিকীর এই দিনে আমরা আবারো আমাদের লক্ষ্যে অবিচল থাকার প্রত্যয় ঘোষণা করছি। সেইসাথে ছাত্রশিবিরের এই গঠনমূলক পথ চলায় ছাত্রজনতার সহযোগিতা কামনা করছি।