শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলারুশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৫০টি ভাষায় বই আকারে প্রকাশিত হয়েছে

কামরুল হাসান : বাংলা ভাষাসহ বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৫০টি ভাষায় সংস্করণ করে ‘আমার সোনার বাংলা’ নামে বই আকারে প্রকাশ করেছে বেলারুশ। বইটিতে বাংলাসহ ৪৯টি ভাষায় জাতীয় সংগীতের অনুবাদ ছাপা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ১ ফেব্রুয়ারি বেলারুশ ন্যাশনাল পাবলিশার ইয়াকুব কোলাস প্রিন্টিং হাউস বইটি প্রকাশ করেছে।

ইউএনবির খবরে বলা হয়েছে, বেলারুশের তথ্যমন্ত্রী আলেকজেন্ডার কার্লিকুভিচ এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ‘ইয়াকুব কোলাস প্রিন্টিং হাউস’ ৬২ পৃষ্ঠার বইটি প্রকাশ করা হয়।

বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম ১০টি চরণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।

বইটি মুদ্রণ এবং পরিকল্পনা কাজে সর্বাত্মক সহযোগিতা করেন মিনস্কে বসবাসরত বেলারুশীয় প্রকৌশলী ও বাংলাদেশের নাগরিক মুজাহিদুল ইসলাম (তুষার)।

বইটির প্রসঙ্গে তুষার বলেন, বইটি প্রকাশ করার আগে সম্পাদনার সময় একটি আন্তর্জাতিক সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়, যেখানে কাজাখস্তানের সাহিত্যিক সমালোচক সভেতলানি আন্দ্রেভা, বেলারুশীয় অনুবাদক মারিয়া কোবেট, রাশিয়ার ইউরি শেচবাকভের–ইউনিয়নের আঞ্চলিক শাখার চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও প্রকাশক, লেখক (রাশিয়ান ফেডারেশন) এর অনুবাদক কেইমখানি উম্মমুভ এবং মারাত হাজীয়েভ এবং বাংলাদেশের সাংবাদিক রিয়াজ হায়দারও (বর্তমানে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশে কর্মরত) ছিলেন ওই সম্পাদনা পরিষদে।

বইটির ‘মুখবন্ধ’ লিখেছেন বেলারুশের ইউনিসেফ প্রতিনিধি রাশেদ মুস্তাফা সারোয়ার। আর বইটির প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে বিখ্যাত বাংলাদেশি শিল্পী জয়নুল আবেদীনের অনবদ্য শিল্পকর্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়