শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে ৫ কোটি ডলার দেবে এশিয় উন্নয়ন ব্যাংক

নূর মাজিদ : ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে বাংলাদেশ সরকার গতকাল বুধবার এশিয় উন্নয়ন ব্যাংকের(এডিবি) সঙ্গে একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় এডিবি এই খাতের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণে বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে। দ্য স্টার

সরকার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তার অর্থ ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থাগুলোকে ঋণ সহায়তা হিসেবে দেয়া হবে। ফলে এই ধরনের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ও আর্থিক ভিত্তি মজবুত হবে।

গতকাল রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক স¤পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির পক্ষে মনমোহন প্রকাশ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এডিবির বাংলাদেশ শাখা পরিচালক মনমোহন প্রকাশ বলেন, আর্থিক সহায়তার অভাবেই বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় ও শিল্পের বিকাশ ব্যহত হচ্ছে। এই দেশে ক্ষুদ্র উদ্যোগের অর্থায়নে বেশ কিছু প্রতিবন্ধকতাও কাজ করে। আমরা আশা করছি এডিবির ঋণ এসকল প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে।

এশিয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বিবৃতি জানায়, ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়নে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও, এই ধরনের ব্যবসায়ে গ্রামীণ কৃষিজ অর্থনীতি এবং প্রবৃদ্ধিকে সংযুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়