শিরোনাম
◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে ৫ কোটি ডলার দেবে এশিয় উন্নয়ন ব্যাংক

নূর মাজিদ : ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে বাংলাদেশ সরকার গতকাল বুধবার এশিয় উন্নয়ন ব্যাংকের(এডিবি) সঙ্গে একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় এডিবি এই খাতের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণে বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে। দ্য স্টার

সরকার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তার অর্থ ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থাগুলোকে ঋণ সহায়তা হিসেবে দেয়া হবে। ফলে এই ধরনের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ও আর্থিক ভিত্তি মজবুত হবে।

গতকাল রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক স¤পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির পক্ষে মনমোহন প্রকাশ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এডিবির বাংলাদেশ শাখা পরিচালক মনমোহন প্রকাশ বলেন, আর্থিক সহায়তার অভাবেই বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় ও শিল্পের বিকাশ ব্যহত হচ্ছে। এই দেশে ক্ষুদ্র উদ্যোগের অর্থায়নে বেশ কিছু প্রতিবন্ধকতাও কাজ করে। আমরা আশা করছি এডিবির ঋণ এসকল প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে।

এশিয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বিবৃতি জানায়, ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়নে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও, এই ধরনের ব্যবসায়ে গ্রামীণ কৃষিজ অর্থনীতি এবং প্রবৃদ্ধিকে সংযুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়