শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি কাপে ঢাকা আবাহনীর গ্রুপে ভারত ও নেপাল

স্পোর্টস ডেস্ক : গত একদশক ধরে এশিয়ান পর্যায়ে ক্লাবগুলোর শীর্ষ চ্যালেঞ্জ এএফসি কাপে প্রায় সবসময় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে ঢাকা আবাহনী। ঘরের বাঘরা দেশের মাটিতে অপ্রতিরোধ্য হলেও আন্তর্জাতিক মহলে সেভাবে আলো ছড়াতে পারে নি। এবারও এএফসি কাপ ২০১৯ সালের চ্যালেঞ্জ চলে এসেছে আকাশি-নীলদের সামনে।

ধানমন্ডির জায়ান্টরা খেলছে ‘ই’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ হিসেবে ঘরের বাঘরা পাচ্ছে ভারতের মিনার্বা পাঞ্জাব, নেপালের মানাং মার্শিয়াংদী। তৃতীয় প্রতিপক্ষ বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে যুক্ত হবে।

স্বাধীনতা কাপে আরেক এএফসি প্রত্যাশী বসুন্ধরা কিংসকে হারিয়ে এএফসির টিকিট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফিক্সচারও তৈরি করা হয়েছে এএফসির শিডিউল মাথায় রেখেই। এএফসির ফিক্সচার অনুযায়ী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে আবাহনীর এএফসির যুদ্ধ।

এখনও দুই মাস সময় পাচ্ছে মারিও লেমসের শিষ্যরা। এবার একমাত্র একটি দল হিসেবে দেশ থেকে এএফসির টিকিট পেয়েছে ঢাকা আবাহনী। তাই সমর্থকদের চাওয়াটাও আকাশচুম্বি হবে বলাই বাহুল্য। এখন দেখার বিষয় কেমন করছে ‘ঘরের বাঘরা’।

[caption id="attachment_786490" align="aligncenter" width="696"] এএফসি কাপে ঢাকা আবাহনীর ফিকশ্চার।[/caption]

  • সর্বশেষ
  • জনপ্রিয়