শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাভোগীদের তথ্যমন্ত্রণালয়ের আওতাধীন কোনো স্থানে নিয়োগ দেয়া হবে না: তথ্যমন্ত্রী

রফিক আহমেদ : সুবিধাভোগীদের তথ্যমন্ত্রণালয়ের আওতাধীন কোনো স্থানে নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। আমি অপনাদের একজন হয়ে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের চেষ্টা করছি। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম আয়েজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে মাধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তাঁর নেতৃত্বে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পর্ণ ও উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। পৃথিবী ও বিশ্ব খাদ্য সংস্থাকেও অবাক করে দিয়েছে বাংলাদেশ। রাজধানীর হাতির ঝিলে গেলে মনে হয় প্যারিসে এসেছি এবং কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় স্বপ্নের কোনো দেশে এসেছি। আজাকে আমার গ্রামকে মনে হয় আমার শহর। দেশ এমান্বয়ে উন্নত হচ্ছে- এটা অনেকের কাছে ভাল লাগছে না।

তিনি বলেন, দেশের সব মিডিয়া যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে- আমরা সেই চেষ্টা করছি। কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়- সেভাবে কাজ করছি। ২০০৬ সালের আইন অনুযায়ী ট্যাক্স ছাড়া বিজ্ঞাপন প্রচার দন্ডনীয় অপরাধ। খুব শীঘ্রই ভারতের সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে। এতে অচিরেই ভারতের টিভি চ্যানেলগুলোতে আমাদের দেশের সবকিছু দেখা যাবে।

তিনি বলেন, আমরা রাষ্ট্রকে সোস্যাল ওয়েল ফেয়ার রাষ্ট্র করতে পারলে সাংবাদিকদের জন্য পেনশনসহ সবকিছু ঠিক হয়ে যাবে। বিধবা ভাতাসহ সবকিছু সোস্যাল ওয়েল ফেয়ারের মাধ্যমে পেনশনের আওতায় আনা হবে।

বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আরও বক্তব্য রাখেন- বিএফইউজে’র সাবেক সভাতি মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, সাবেক মহাসচিব আবদুল জলির ভূঁইয়া, ওমর ফারুক, মহাসচিব শাবান মাহমুদ, একাত্তর টিভির সিও মোজাম্মেল বাবু, ডিবিসির সিও মঞ্জুরুল ইসলাম, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন- ডিউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়