শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতীত ভুলে সাব্বির রূপে ফিরে আসতে নতুন উড়াল

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে দলের আট ক্রিকেটার, প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ রওয়ানা হয়েছেন নিউজিল্যান্ডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থেকে ফেরা সাব্বির আছেন এই বহরে। বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করানোর ভাবনায় যাকে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে নেওয়া হয়েছে।

একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় হুমকির মুখে সাব্বিরের ক্যারিয়ার। ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষেধাজ্ঞা কাটানোর পর আরেক ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় সেই নিষেধাজ্ঞা এক মাস কমিয়েই তাকে দলে নেওয়া হয়।

এই সময়ে আহামরি পারফরম্যান্স করেননি। তবু তার উপর অধিনায়ক মাশরাফি মর্তুজা আস্থা রেখেছেন। এসব কিছু দেখে নিউজিল্যান্ড যাওয়ার আগে সাব্বিরের উপলব্ধি, নিজেকে বদলে ফেলবেন আচরণে, কিন্তু ব্যাটে ফিরিয়ে আনবেন পুরনো দাপট, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসতে।’

পেছনের দুর্দিন, তেতো অভিজ্ঞতা সবই নাকি বক্সবন্দি করে পেছনে ফেলে রেখে এগুতো চান সামনে, ‘না ওইসব নিয়ে চিন্তা করছি না। পাস্ট ইস পাস্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। ’

এবার বিপিএলের শুরুতে রান পাচ্ছিলেন না, বাড়ছিল চাপ। পরে পুষিয়ে নিয়েছেন। সিলেট সিক্সার্সের হয়ে রেখেছেন অবদান। ১২ ম্যাচে ২৫.০৯ গড়ে ২৭৬ রান করেছেন। স্টাইকরেটও জুতসই ১২১.০৫।

যেভাবে দলে এসেছে তাতে উঠেছে নানা প্রশ্ন। সেসব প্রশ্ন চাপা পড়তে পারে কেবল তার পারফরম্যান্সের জোরে। তবে আগ বাড়িয়ে ভেতরের জেদের কথা জানিয়ে চাপ বাড়াতে চাইলেন না এবার, ‘জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব।’

তাকে নেওয়া হয়েছে মূলত সাত নম্বরের ব্যাট করার চিন্তায়। দল আগে ব্যাট করলে স্লগ ওভারে ঝড় তুলার দায়িত্ব থাকবে তার উপর। আর পরে ব্যাট করলে ম্যাচ শেষে করে দেওয়ার মতো মহা দায়িত্বও পেতে পারেন। তবে সাব্বির নিজেকে সব পজিশনের জন্যই তৈরি রাখতে চান।

সাব্বিরের সামনে নিজেকে প্রমাণের কঠিন মঞ্চ। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে তার নতুন ফেরা হতে পারে আরও কঠিন। কিন্তু আগের অভিজ্ঞতা থেকে বুকে সাহস রেখে ঝাঁপাতে চান ডানহাতি এই ব্যাটসম্যান, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়