শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে ভালো করার প্রত্যয় মিরাজের

নিজস্ব প্রতিবেদক : দুই বছর আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি স্পিনারদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিলো। স্পিনারদের মধ্যে মেহেদি হাসান মিরাজেরও অভিজ্ঞতাও কোন অংশে কম ছিলোনা। গতবারের নিউজিল্যান্ড সফরে চার ইনিংস বল করে মাত্র ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। অথচ এর দুই মাস আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার ইনিংসে নিয়েছিলেন ১৯ উইকেট।

তবে দুই বছরে অনেকটাই পরিণত মেহেদি হাসান মিরাজ আবার নিউজিল্যান্ডের কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত। মিরাজের দৃষ্টিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কন্ডিশন নয়, বরং প্রতিপক্ষের জায়গায় স্পিনারদের মানসিকতাকে বসাচ্ছেন তিনি। মনের জোর থাকলেই ভালো করা সম্ভব। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তিনি বলেছেন,

‘আমার জন্য বড় চ্যালেঞ্জ। উপমহাদেশে স্পিনাররা ভালো করে, এর বাইরে গেলে স্পিনারদের ওইরকম ভূমিকা থাকে না। এটা আমাদের নিজেদের সাথে নিজেদের একটা চ্যালেঞ্জ। আমরা স্পিনাররা যদি ভালো করতে পারি, আধিপত্য দেখাতে পারি, তাহলে দল আরও বেশি সাহায্য পাবে। আমরা স্পিনাররা পেসারদের যদি সাপোর্ট করি, তাহলে বোলারদের কাজটা সহজ হবে। আমরা দিন শেষে দল হয়ে খেলব, চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ওয়ানডে সিরিজের আগে খুব বেশি সময় পাবেন না বাংলাদেশ দল। কোচ স্টিভ রোডস ও স্কোয়াডে থাকা দশ জনের বহর যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার প্রত্যাশা মিরাজের।

‘আসলে আমরা বেশ কিছু দিন আগে যাচ্ছি। আমরা অনুশীলন করতে পারব আশা করি। আমরা নিউজিল্যান্ডে এর আগেও গিয়েছিলাম। কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নিয়ে ভালো করা যায়, সেই চেষ্টা করব। আমরা এখন যারাই যাচ্ছি আগে থেকে আমাদের প্রস্তুতিটা যেন ভালো থাকে মানিয়ে নিতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়