শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা নিয়ে লবন চাষ শুরু করেছেন কক্সবাজারের চাষীরা

জাবের হোসেন: ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশা নিয়ে লবণ চাষ শুরু করেছেন কক্সবাজারের চাষীরা। জমিতে সমুদ্রের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিয়ে পানি শুকিয়ে তৈরি হয় লবণ। বিসিকের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে দেশে লবণের লক্ষ্যমাত্রা ১৮ লাখ মেট্রিক টন ধরা হলেও চাহিদা রয়েছে ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। সময়টিভি

চলতি মৌসুমে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফসহ ৬০ হাজার একর জমিতে ৫৫ হাজারের বেশি চাষী লবণ উৎপাদনে ব্যস্ত। তবে চাষীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে মাঠ থেকে উঠে আসা লবণে দেশের চাহিদা পূরণ সম্ভব। কিন্তু এখন তাদের যতো ভয় লবণের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে।

চাষীরা বলেন, লবন যথেষ্ট পরিমান উৎপাদিত হচ্ছে কিন্তু দাম ভালো পাচ্ছি না। পানি খরচ, জমিন খরচ এবং শ্রমিকদের খরচ দিয়ে আমরা পাই সাড়ে ছয় টাকা। এবং লবন বিক্রিও হয় সাড়ে ছয় টাকা এতে আমাদের কিছুই থাকে না। সরকার ধান বা অন্য পণ্যের দাম নির্ধারিত করে ছিচ্ছে লবনের দাম নির্ধারন করছে না।

প্রতি বছর লবণের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় থাকেন কক্সবাজার উপকূলের চাষীরা। এ অবস্থায় ন্যায্যমূল্য নিশ্চিতে লবণ বোর্ড গঠনের দাবি জানালেন লবণ চাষী কল্যাণ সমিতি। সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, শিগগিরই লবণ বোর্ড গঠন করতে হবে এবং বোর্ডের কার্যালয় কক্সবাজার জেলায় হতে হবে।

তবে বিসিকের শীর্ষ এক কর্মকর্তা বলছেন, মান সম্পন্ন লবণ উৎপাদনে চাষীদের উৎসাহিত করার পাশাপাশি লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। বিসিকের উপ-মহাব্যবস্থাপক দিলদার আহমেদ চৌধুরী বলেন, লবনের ন্যায্য মূল্য আসলে পায়না। কারণ তারা বাংলদেশে যে প্রডাকশন প্রসেস, এই প্রসেসে দুই বা তিন দিন আগেই লবন তুলে নেয়র ফলে লবনটা পরিপক্ষ হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়