শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে লাভবান হচ্ছে ভারত : জাতিসংঘ

আব্দুর রাজ্জাক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ উভয় দেশকে ক্ষতিগ্রস্ত করলেও বেশ কয়েকটি দেশ লাভবান হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে ইউরোপীয় রাষ্ট্রগুলোর বাইরেও বেশ কয়েকটি দেশ রয়েছে তার অন্যতম ভারত। এনডিটিভি

জাতিসংঘ গত মঙ্গলবার প্রতিবেদনটিতে জানায়, নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী আগামী ১ মার্চ এর মধ্যে বাণিজ্যযুদ্ধ নিরসনে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যদি একটি কার্যকরি চুক্তি স্বাক্ষর না হয় তাহলে অনেক সমস্যার পাশাপাশি সম্ভাবনাও দেখা যাবে। এতে উত্তেজনায় থাকা উভয় দেশের দেশীয় উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমননি অন্যান্য দেশের রপ্তানিও বৃদ্ধি পাবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে চুক্তি না হলে ১ মার্চের পর ইউরোপীয় রাষ্ট্রগুলোর রপ্তানি বৃদ্ধি পাবে প্রায় ৭ হাজার কোটি ডলার, জাপান ও কানাডার রপ্তানি বৃদ্ধি পাবে প্রায় ২ হাজার কোটি ডলার।

এশিয়া থেকে আরো কয়েকটি দেশ লাভবান হবে তার অন্যতম ভারত যার রপ্তানি বৃদ্ধি পেতে পারে ৩.৫ ভাগ। আরো রয়েছে ফিলিপাইন যার রপ্তানি বৃদ্ধি পেতে পারে ৩.২ ভাগ ও ভিয়েতনাম যার বাণিজ্য বৃদ্ধি পেতে পারে প্রায় ৫ ভাগ। ইতোমধ্যেই চীন ভারতীয় সয়াবিন জাতীয় পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়