শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর ফাঁকির দায়ে কারাদন্ড মরিনহোর

স্পোর্টস ডেস্ক : স্পেনে কর ফাঁকির কারনে জরিমানা গুনতে হয়েছিলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবার একই কান্ডে শাস্তি পাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মোরিনহো। শাস্তি হিসেবে তাকে এক বছরের কারাদ- দিয়েছে স্প্যানিশ আদালত।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্বে ছিলেন মোরিনহো। এর মধ্যে ২০১১ ও ২০১২ সালে প্রায় ৩ মিলিয়ন পাউন্ড কর ফাঁকির অভিযোগ ওঠে তার নামে। তবে কর ফাঁকির অভিযোগ মেনে নেননি রিয়ালের সাবেক এই কোচ। স্প্যানিশ কর্তৃপক্ষের দেওয়া অভিযোগের বিপরীতে তিনি বলেন, অন্য কোথাও ভুল হয়েছে। তবে সব শেষে স্পেনের আদালতের দেওয়া কারাদ- মেনে নেন মোরিনহো।

এর আগে কর সংক্রান্ত সমস্যার কারণে ঝামেলায় পড়তে হয়েছিল বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসিকে। তবে জেল খাটতে হয়নি এই আর্জেন্টাইনকে। ক্রিস্টিয়ানো রোনালদোকেও জেল খাটতে হয়নি।

গত মঙ্গলবার স্প্যানিশ আদালতে যান হোসে মোরিনহো। যেখানে তাকে দেওয়া কারাদ- মেনে নিয়েছেন তিনি।

তবে প্রথমবার স্প্যানিশ আদালতে দ-িত হলেও দুই বছরের কম কারাদ- দেওয়ায় কারাভোগ করতে হবে না ইউনাইটেডের এই সাবেক কোচকে। স্পেনের আইন অনুযায়ী দুই বছর কিংবা তার কম কারাদ- হলে কারাভোগ ভোগ করতে হয় না। তবে এর পরিবর্তে মোরিনহোকে জরিমানা হিসেবে দিতে হবে ১.৭৫ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ১২ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়