শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্ণফুলীর অবৈধ দখল উচ্ছেদে তৃতীয় দিনের মতো অভিযান

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদে বুধবার তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। সদরঘাট লাইটারেজ জেটি থেকে মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তথ্য- এনটিভি

গতকাল মঙ্গলবার কর্ণফুলী নদীর দখলদার উচ্ছেদের দ্বিতীয় দিন ৩০টি বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত সোমবার প্রথম দিন সদরঘাট জেটি এলাকায় অন্তত ৮০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

অভিযানের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) তাহমিলুর রহমান জানান, দ্বিতীয় দিন ৩০টি বড় পাকা স্থাপনা উচ্ছেদের পাশাপাশি একটি উপখাল দখলমুক্ত করা হয়েছে। খালের মুখটি ২০ ফুট চওড়া হলেও দখল করে নেওয়ার কারণে এটি নালায় পরিণত হয়ে গিয়েছিল। উচ্ছেদের মধ্যে খাদ্য ও নানা পণ্যের গুদামের সংখ্যা বেশি। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে এসব গুদাম তৈরি করে দখল করে রেখেছে একটি চক্র।

স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীর পাড়ে এত বড় অভিযান আগে কখনো হয়নি। তবে উচ্ছেদের পর নতুন করে যেন আবার দখল না হয়, সেদিকে লক্ষ রাখার পরামর্শ দেন এলাকার সাধারণ মানুষ।

২০১৫ সালে কর্ণফুলী নদীর পাড়ে দুই হাজার ১১২টি অবৈধ স্থাপনার তালিকা করে হাইকোর্টে জমা দেয় জেলা প্রশাসন। পরের বছর স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত সোমবার থেকে শুরু হয় কর্ণফুলী নদীর দখলদার উচ্ছেদের এই অভিযান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়