শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা ও শেখ রাসেলের সঙ্গে দাপট দেখাচ্ছে আরামবাগও

বিশেষ প্রতিবেদন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম মৌসুম খেলতে এসে নিজেদের সামর্থ্যরে পরিচয় ভালোভাবেই দিতে শুরু করেছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেটাই প্রমাণ করেছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। টানা তিন জয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ছয়বার। কিন্তু একবারও বসুন্ধরার জালে বল পাঠাতে পারেনি প্রতিপক্ষরা।

বসুন্ধরার মতো শেখ রাসেল ও আরামবাগ আছে দারুণ ফর্মে। চার ম্যাচের তিনটি জয় ও এক হারে দুইয়ে আরামবাগ এবং তিনে তিন জয় নিয়ে তিনে শেখ রাসেল। বসুন্ধরার মতো তিন ম্যাচের তিনটিতে জিতলেও সাত গোলের বিপরীতে দুটি গোল খেয়েছে সাইফুর বারী টিটুর শিষ্যরা। আরামবাগও বেশ ভালো লড়াই শুরু করেছে। তবে টিটুর শিষ্যদের কাছে ঠিকই হার মানতে হয়েছিল মারুফুল হককে।

[caption id="attachment_785511" align="aligncenter" width="500"] এখনো পর্যন্ত দারুণ ফর্ম উপহার দিয়ে চলেছে শেখ রাসেল।[/caption]

বসুন্ধরার বিদেশী তারকারা যেমন ফর্মে আছেন, তেমনভাবে দেশিরাও আছেন উজ্জ্বল। ভিনিসিয়াস, কলিন্দ্রেসের পাশাপাশি মতিন মিয়া ও ইমনরাও পেয়েছেন গোলের দেখা। কম যাচ্ছে না আরামবাগও। ম্যাথিউ, কিংসলে ও এমিলের কাঁধে চড়ে বেশ শান্তভাবেই এগোচ্ছে মারুফুল বাহিনী। শেখ রাসেলও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলছে না। আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানকে উড়িয়ে দিয়ে লিগ জয়ের সামর্থ্যরে জানান দিচ্ছে আশরাফুল ইসলাম রানারা।

তাছাড়া বালো ফামুসার কাঁধে চড়ে ছোটখাটো প্রতিরোধ গড়ছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদও। হ্যাটট্রিক ও জোড়া গোলে ইতিমধ্যে আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন আইভরি কোস্টের এই ফরোয়ার্ড।

[caption id="attachment_785512" align="aligncenter" width="546"] মারুফুল হকে অধীনে আরামবাগও দেখাচ্ছে নিজেদের সেরা ফর্ম।[/caption]

তবে একেবারে ফেলে দেওয়া যাবে না ঢাকা আবাহনী বা সাইফ স্পোর্টিংকেও। চার ম্যাচ মাঠে নেমে তিনটি করে জয় নিয়ে মাঠ ছেড়েছে এই দল দুটিও। ঢাকা আবাহনী টেবিলের চারে এবং সাইফ আছে পাঁচে। পর্তুগীজ কোচের অধীনে শুধু বসুন্ধরার কাছেই হেরেছে নাবিব নেওয়া জীবনরা। বিদেশি ফুটবলারদের ভীড়ে জীবন ইতিমধ্যে দুটি হ্যাটট্রিক পেয়েছে চলতি লিগে। অন্যদিকে আয়ারল্যান্ড থেকে কোচ উড়িয়ে এনে লস করেনি সাইফও। একটি হার ছাড়া বাকি সব ম্যাচই ছিল উজ্জ্বল।

কিন্তু চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল এবং ঐতিহ্যবাহী মোহামেডান চতুর্থ রাউন্ড পর্যন্ত তেমন ভালো কিছুই করতে পারেনি। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল চারটি ম্যাচের একটিতে জয় হার-ড্র মিলিয়ে পয়েন্ট টেবিলের সাতে ও আটে অবস্থান করছে চট্টলা ও ধানমন্ডির ক্লাবটি। মোহামেডানের অবস্থা আরও করুণ। চার ম্যাচের একটিতে জয় ও বাকি তিনটি পরাজয়ে টেবিলের দশে আছে দেশের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

চতুর্থ রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। ঢাকা আবাহনী ও বিজেএমসির মধ্যেকার দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর দিনের অন্য ম্যাচে শেখ জামাল খেলবে আরামবাগের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়