শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক মামলায় জবি ছাত্রলীগের দুই কর্মীকে কারাগারে প্রেরণ

জয়নুল হক, জবি প্রতিনিধি : মাদকসহ গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রলীগ কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার এসআই উত্তম কুমার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটককৃতরা হলেন জবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী গণিত বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শান্ত (সাময়িক বহিষ্কৃত) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো : নিক্সন।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ধুপখোলা মাঠের পাশে আসগর আলী হাসপাাতালের সামনে গেন্ডারিয়া থানা পুলিশের এস আই আশরাফের নেতৃত্বে টহল দল তাদের তল্লাসি করেন। এসময় নিক্সনের দেহ তল্লাশি করে চার পিস এবং শাহরিয়ারের দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং সরবরাহকারী বলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। আসামিদের নাম-ঠিকানা যাচাই-বাচাই করা হচ্ছে। আসামিরা জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা আছে। এ অবস্থায় জামিন নামঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

এদিকে আটককৃত শাহরিয়ার রহমান শান্ত বৃহস্পতিবার ও রোববারের শাখা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হয়।

গেন্ডারিয়া থানার ওসি মো : আব্দুল জলিল বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধুপখোলা মাঠের পাশে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন,মাদকদ্রব্যসহ আটক শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

জবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, সংঘর্ষের ঘটনায় শান্তকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আর নিক্সনকে আমি চিনি না, সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়